আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউ -- [রাজা রাণী তামিল ]

আমি অধম

মুভি দেখে না এরকম মানুষ পাওয়া যাবে কিনা সন্দেহ তবে এক একজন একেক রকম মুভি পছন্দ করে। আমার কাছে তামিল মুভি গুলো সব সময় ডিপরেন্ট কিন্তু জেনরি যদি রোমান্স হয় ।

ব্লগে এটা আমার প্রথম মুভি রিভিউ যার কারনে হয়ত ভূল ভ্রান্তি হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

রাজা রানি
পরিচালকঃ আতলে কুমার
মূল অভিনয়েঃ আর্য , নয়নতারা,জয়, নাজরিয়া নাজিম
জেনরিঃ রোমান্স, কমেডি ।
imdb rating : ৭.৭

আমিঃ ৯

বাজেটঃ ২৫০০০০০০০
মোট আয়ঃ ৫০০০০০০০০



মূল গল্পঃ চার ব্যক্তির জীবনের গল্প ভিত্তি করে তৈরি।

জন (আর্য) ও রেজিনা (Nayanthara) তাদের ইচ্ছের বিরুদ্ধে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারা তাদের অতীতের ভালবাসা ভুলতে না পারার কারনে তারা নিজেদের মধ্যা মিউচুয়াল হতে পারে না । প্রথমত নয়নতারার সাথে জয় এর আর আর্য এর সাথে নাজিয়ার ভালবাসার সম্পর্ক ছিল । তাদের সম্পর্কের ইতিপোড়ন হয়ে কিভাবে তারা বিবাহ করে এসব নিয়ে গল্পের পথ চলা ।

পরিচালক জীবনের ব্যবহারিক বিষয় সমুহের উপর নির্ভর করে ছবির দৃশ্যপট অংকন করেছেন ।

আমার কাছে ছবির ব্যাক গ্রাউন্ড মিউজিক টা অসাধারন লেগেছে । ছবিতে যে ধরনের কেমিষ্ট্রি ব্যবহার করা হয়েছে এরকম কেমিষ্ট্রি এখন বলিউডে দেখা যায় না ।

কাস্টিং ফিল্মের এর জন্য সবচেইয়ে বড় ভুমিকা পালন করে। এই ফিল্মে সবাই অনেক ভালো অভিনয় করেছেন নিঃসন্দেহে বলা যায় । বিশেষ করে নয়নতারা এবং জয় অসাধারন অভিনয় করেছেন ।

আর্‍য এবং নাজরিয়া তাদের কে উপস্থাপন করেছেন অন্য ভাবে । নাজরিয়া এতিম বড় হয়েছে এতিমখানায় বড় হয়ছে কিন্তু সে অনেক প্রানচঞ্চল গ্ল্যামারাস । ছবিতে তার প্রথম পদার্পন টাও ছিল ব্যতিক্রম । যতক্ষন রোলিং করেছে অন্যরকম আমেজ ছিল মুভিতে যা না দেখলে ফিল করা সম্ভব না ।
সত্যরাজ নয়নতারার পিতা চরিত্রা অভিনয় করেছেন যা ছিল এই মুভির শক্তিশালী স্তম্ভ ।


সাতায়ান আর্‍যর বন্ধু । তার চরিত্রটি অসাধারন ছিল । যেখানে বন্ধুত্বের বিন্দু মাত্র খাত নেই।


এবার কিছু দৃশ্যপট দেখে নিই


ছবির শুরুটা এখান থেকে। ফিল্মে র শুরুটা এখান থেকে ।

গল্পের প্রধান ৫ টি চরিত্র এখানে বিদ্যমান ।




আর্য আর নয়নতারার বিয়ের পরের একটি রাত যেখান থেকে
গল্পের ভিতরে প্রবেশ।




নয়নতারা আর জয়ের কেমিস্ট্রি



এর পরে জয়ের একটি বিদেশী কোম্পানি তে জব হয় যার কারনে তাকে দেশের বাইরে যেতে হবে ঠিক ঐ মুহুর্তে আবার নয়নতারাকে বিয়ে করার প্ল্যান । এখানে বাধে বিপত্তি কেননা নয়নতারা হচ্ছে ক্রিশ্চিয়ান আর জয় সনাতন । যার কারনে জয়ের বাবা তাদের সম্পর্ক মেনে নেই নি সেখানে যদিও জয়ের মত ছিলো ভিন্ন ।

কিন্তু তার বাবার কথা মতে সে বাইরে চলে যায় আর ওই দিন নয়নতারা রেজিস্ট্রার অফিসে সারাদিন অপেক্ষা করে কিন্তু জয় আসেনা ।

এরপর থেকে নয়নতারা নিজেকে ঘুটিয়ে ফেলে।


এবার আসি আর্য এর কেমিস্ট্রিতে
পিকচারে আপনারা দেখছেন একটি মেয়ের আবির্ভাব হুম মেয়েটি হচ্ছে আর্য এর ক্র্যাশ নাজরিয়া। প্রথম দেখায় প্রেমে পড়া ।
এর পর থেকে তাদের কেমিস্ট্রির শুরু যা গড়িয়ে বিয়ে পর্যন্ত যায় ।





কিন্তু আর্যের ড্রিম ছিল যতদিন জব পাবে ততদিন তারা একসাথে থাকবে না । বিয়ের পরের দিন তারা ঘুরতে বের হয় পথিমধ্যে নাজরিয়া বাইনা ধরে আইস্ক্রিম খাবে । নাজিরিয়া রাস্তা পার হয়ে আইস্ক্রিম আনতে যায় আর আর্য তখন তার বন্ধু সাথে কথা বলছে ফোনে / নাজ্রিয়া আইস্ক্রিম নিয়ে ফিরে আসবার সময় ঘটে দুর্ঘটনা


এভাবে আর্যের কেমিস্ট্রির সমাপ্তি ঘটে ।

এরপর ৩ বছর পর আর্য তার বন্ধুর কথায় নিজেকে নতুন করে শুরু করার প্ল্যান করে যার ফল শ্রুতিতে নয়নতারাকে বিয়ে করে কিন্তু তারা নিজেদের মধ্য থেকে অতীতের সৃতি ভূলে নতুন করে সব কিছু মেনে নিতে পারে না ।
নিচের ছবিতে যাকে দেখছেন তিনি মাঝে মাঝে অনেক বিনোদন দিয়েছেন ।

আসল কাজ করেছেন শেষে এসে যার মোটিবেশানে আর্য নতুন করা স্বপ্ন দেখে নয়নতারা কে নিয়ে । আর এদিকে নয়নতারা ও আর্যের পূর্বের কাহিনী শুনে নিজেকে নতুন করে আর্যের সাথে সড়ানোর স্বপ্ন দেখা শুরু করে ।



না এখানেই শেষ নয় বাকি টা নিজেই দেখুন না তাদের নতুন পথ চলা ।


মুভিটাতে একটি বিষ্ময়কর বার্তা আছে বর্তমনা সমাজের প্রেক্ষাপটের বিপরীতে। নতুন বিবাহিত কিংবা যারা এখনো বিয়ে করেনি তাদের জন্য মুভি টি একটি মেসেজ ।

কেননা সমাজে এখন প্রতিটি ছেলে কিংবা মেয়ে কোন না কোন ভাবে ভালবাসা বন্ধনে আবদ্ধ হয় হয়ত তাদের পরিণয় হওয়ার আগেই স্বপ্ন ভেংগে যায় । কিন্তু ফ্যামিলির কারনে নতুন করে স্বপ্ন দেখে সেই স্বপ্ন নিয়ে এই মুভি টি । আশা করি আপনাদের মুভি টি দেখে ভালো লাগবে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.