আমাদের কথা খুঁজে নিন

   

হুমায়ুন আহমেদের কিছু নাটকের কিছু কথা নিয়ে কিছু কথাঃপর্ব ১

কোথায় গেলে বুদ্ধিজীবি'র লাইসেন্স পাওয়া যায়, সুশীল সমাজের বড় মেম্বার হওয়া যায়.।

হুমায়ুন আহমেদ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। তার সবকিছুরই আমি গুনমুগ্ধ ভক্ত। তবে সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লাগত তা হল তার 'সেন্স অফ হিউমার'। যেখানে তিনি ছিলেন অসামান্য গুনের অধিকারী, যা তার সকল সৃষ্টি কর্মে লক্ষ্য করা যায়।

নাটক,গল্প,উপন্যাস সব জায়গাতেই অবিচল ছিলেন তিনি তার অসাধারন রসিকতার মাধ্যমে। নিজে মজা করতে ভালবাসতেন এবং তার পাঠক, দর্শকদের ও বিমুখ করেননি কখনো। এর মধ্য দিয়েই চমতকার সব বার্তা দিয়ে যেতেন। তার মৃত্যুর খবর ছিল বাঙ্গালীদের জন্য মাথায় বজ্রপাতের মত। আমার মনে আছে তার মৃত্যুর সংবাদে আমি বলেছিলাম, 'এই প্রথম কোন অনাত্মীয়ের মৃত্যুর জন্য এত খারাপ লাগছে'।



আর কথা না বাড়াই। আমার আজকের এ পোষ্ট হুমায়ুন আহমেদের বিভিন্ন নাটকের কিছু ডায়ালগ নিয়ে সাজানো। যেখানে রয়েছে রসিকতা, জীবন-দর্শন, মন ছুয়ে যাওয়া বানী-সংকলন , দৈনন্দিন জীবনের সীমাবদ্দ্বতা ইত্যাদি । মজার ব্যাপার গুলো হল, হুমায়ুন আহমেদ এই ডায়ালগ বলিয়েছেন কখনো কোনো পাগল কে দিয়ে , কাজের ছেলে কে দিয়ে আবার বুদ্ধিমান চরিত্রের কাউকে দিয়ে।
নিম্নে কয়েকটি দেওয়া হলঃ
---------------------------------------------------------
---------------------------------------------------------
আজ রবিবারঃ
-------------
>বাড়ির কাজের লোক মতি মিয়াঁ চায়ের দোকানীকেঃ বুঝলেন ইব্রাহীম ভাই, জীবন'টা কি কন দেখি?
দোকানীঃজানিনা।


মতি মিয়াঃ জীবনটা হইল কুয়া, দুঃখের কুয়া। যার দুঃখ যত বেশি, তার কুয়ার গভীরতাও তত বেশী । আমার কুয়ার কোন তলই নেই।

>মীরা দাদাজান কেঃ ' সত্য কথা শোনায় বক্তৃতার মত আর মিথ্যা শোনায় কবিতার মত। '

>তিতলীকে আনিসের ব্যাপারে বড় চাচাঃ আনিস, ছাগল টাইপ ছেলে।

ওর সাথে প্রেম করলে জীবন হবে ঘাসময়। _______________________________________
তারা তিনজনঃ
------------
>বজলু তার ভাই ও ভাগ্নে কে উদ্দেশ্য করেঃ মজনু অভিমানী, অতিরিক্ত অভিমানী। সেই জন্যই জীবনে কিছু হইলনা। আমার অবশ্য কোন অভিমান নাই, তাও কিছু হইলো না। সবই কপাল।


_______________________________________
কোথাও কেউ নেই
-----------------
>বাকের ভাইঃ বুঝলা আজিহ মিয়াঁ, মানুষ বড় বড় দুঃখে কান্দেনা, মানুষ কান্দে ছোট ছোট দুঃখে।

>রিক্সাওয়ালা কে বাকের ভাইঃ কথা কম বলবা, লেস টক মোর ওয়ার্ক।

>বদি বাকের ভাইকেঃ আচ্ছা বাকের ভাই, গায়ে হলুদ এর ইংলিশ কি?
তখনি বাকের ভাইয়ের চটপটে উত্তরঃবডি টারমারিক।

>শান্তি কটেজের দারোয়ানঃ গরীব মানুষের দুঃখ বেশীদিন থাকেনা, দুঃখ থাকে বড়লোকদের। এক একটা দুঃখ কয়েক বছর থাকে।



>মোনাঃ মানুষ সব সময় ভুল মানুষকে ভালোবাসে।

>মামুন মোনাকে নিয়ে পেইন্টিং এর দোকানে গিয়েঃ মোনা এই ছবিটা দেখ, কি সুন্দর। মনে হচ্ছেনা , এই বুঝি বৃষ্টি নামলো?
মোনাঃ হুম।
মামুনঃ আচ্ছা ভাই, এই ছবিটার দাম কত?
দোকান্দারঃ সাত।
মামুনঃ কি সাতশো?
দোকান্দারঃ না, সাত হাজার।


মামুনঃ এত্ত টাকা দিয়ে এই ছবি কে কিনবে?
দোকান্দারঃ কেনার লোক আছে।
তখন মোনাকে মামুনঃ সব সুন্দর জিনিস চলে যাবে ধনীদের হাতে , আমাদের কাছে কি থাকবে?
মোনা মিষ্টি করে হাসল।
______________________________________
নক্ষত্রের রাত
--------------
>বিবাহের কিছুদিন পর বউয়ের বিদেশ গমনের পর বাড়ির বড় ছেলেঃ
যতই আমি দূরে যেতে চাই, ততই আসি কাছে।
আমার গায়ে, তোমার গায়ের গন্ধ লেগে আছে।

>ভালোবাসার সংগা দিতে গিয়ে হাসান(আসাদুজ্জামান নূর) বললেনঃ ভালোবাসা হল, কাচা সবজীর মত আর হৃদয় হল ফ্রীজের মত।

কাচা-সবজী ফ্রীজের ঠান্ডায় রাখতে হয় না হলে নষ্ট হয়ে যায়। যার ফ্রীজ যত ঠানডা তার ভালোবাসা তত দিন টিকে।

>" বিশাল খোলা মাঠে একা থা যায় , কিন্তু ছোট্ট একটা বাড়িতে একা থাকা যায়না"

_________________________________________
উড়ে যায় বকপক্ষী
------------------
> ফজলু পাগল; পৃথিবীতে দুই ধরনের মানুষ জ্ঞানের কথা বলে, জ্ঞানী লোকে আর পাগলে।

> মজিদ বয়াতীঃ যে মিথ্যা কথা বলে সে আগুন ছুয়েও মিথ্যা কথা বলে আবার পানি ছুয়েও মিথ্যা কথা বলে।

>মজিদঃ পুরুষ মানুষের আসল সৌন্দর্‍্য চেহারায় নয়, পুরুষ মানুষের আসল সৌন্দর্‍্য মনে।



--------------------------------( চলবে )



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.