আমাদের কথা খুঁজে নিন

   

২০১২ সালের শেষ সূর্য!

গোধূলীর মায়াবী আকাশে লালচে আবির ছড়িয়ে পশ্চিম আকাশে মিলিয়ে গেলো সূর্য। আর এরই সাথে ২০১২ সালের শেষ সূর্যাস্ত দেখলো বাংলাদেশ। এ সূর্যাস্তের মধ্যদিয়ে একটি বছরের বিদায় ঘণ্টা যেমন বাজলো, তেমনি উজ্জ্বল এক ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে এখন অপেক্ষা নতুন বছরের নতুন সূর্যোদয়ের। এ মুহূর্তে সবারই প্রত্যাশা, আগামীকাল নতুন বছরের প্রথম ভোর প্রতিটি জীবনের জন্যই বয়ে আনবে অনাবিল সুখ আর সমৃদ্ধি। অবশ্য তার আগে আজ সোমবার মধ্যরাতেই গোটা জাতি বরণ করবে খ্রিস্টীয় নববর্ষ ২০১৩।

সবাইকে নতুন বছরের রইল নতুন বছরের শুভেচ্ছা। বহমান অনন্ত সময়ের ধারাবাহিকতায় নতুন বছরকে আমরা স্বাগত জানাই। পেছনের সব গ্লানি, বেদনা আর অপ্রাপ্তির ছাপ মুছে নব সম্ভাবনার স্বপ্ন নিয়ে বিশ্ববাসী যাত্রা শুরু করল আরেকটি নতুন অধ্যায়ের। নতুন বছরে সাফল্যে সম্ভাবনায় হেসে উঠুক সকলের জীবন। এই হোক আমাদের শুভ কামনা।

শুভ নববর্ষ। ইংরেজি নববর্ষ উপলক্ষে রাজধানীতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পৃথিবী জুড়েও চলে নতুন বছরের আয়োজন। নিউ ইয়র্ক এর টাইম স্কয়ারে প্রতিবারের মতোই এবারও অনুষ্ঠিত হলো নতুন বর্ষ বরনের বিশাল আয়োজন। যেটা শুরু হয়েছিল আজ থেকে ১০৭ বছর আগে ১৯০৪ সাল থেকে।

আর কয়েক ঘণ্টা পরই শুরু হতে যাচ্ছে নতুন বছর-২০১৩। ২০১৩ সালের কাউন্ট ডাউন উদযাপনে নিউইয়র্কের টাইমস স্কয়ারকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। নতুন বছরের শীতের রাতে প্রায় ১০ লাখ মানুষের সমাগম ঘটে এ চত্ত্বরে। নতুর বছর বরণে ১২৪তম বার্ষিক রোজ প্যারেডের আয়োজন হয় ক্যালিফোর্নিয়ায়। পাশের দেশ মেক্সিকোর ঐতিহ্যবাহী ‘সোনোরা মার্কেট’ হয়ে উঠে জমজমাট।

২০১৩ বছরটা যেন শুভ হয় সে আশাতেই এখানে নিজের লাকি চ্যাম এবং অন্যান্য উপহার কিনতে ভিড় জমায় মেক্সিকানরা। রাশিয়ার রূপকথায় ফাদার ফ্রস্ট একটি পরিচিত নাম। আর তাই বিশ্বের নানা প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ পাঠিয়েছেন ফাদার ফ্রস্টর জন্য নতুন বছরের শুভেচ্ছা বার্তা। এদিকে, ইউক্রেনে চলে নতুন বছরকে স্বাগত জানানোর ব্যতিক্রমী প্রস্তুতি। পর্যটক আর্কষণে সেবাস্তপল শহরে কয়েকটি ডলফিনকে দেয়া হয় বিশেষ প্রশিক্ষণ।

ব্রাজিলে কোপাকাবানা সমুদ্র তীরে পালন করা হচ্ছে ‘ইয়েমানিয়া ডে’। ‘সমুদ্র দেবী ইয়েমানিয়া’র কাছে নতুন বছরের সব ইচ্ছা পূরণের প্রার্থনায় বসে হাজারো ব্রাজিলিয়ান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.