আমাদের কথা খুঁজে নিন

   

২০১২

কিভাবে যে দিন যায়। দেখতে দেখতে আরও একটি বছর চলে গেল। টের পেলাম না। মনে হল এই সেদিন নতুন বছর শুরু হল। বছর ঘুরে আজ আবার নতুন বছরের পা দিল আরেকটি নতুন দিন।

চাওয়া পাওয়া হিসাব করতে চাই না। প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব না করলেও চোখের সামনে এসে ধরা দেয় মন থেকে, স্পষ্ট ভাবে। এত বড় পৃথিবীতে দুফোটা চোখের জল হয়ে উঠে পৃথিবীর শ্রেষ্ট আপন। নতুন বছর ভালো ভাবে কাটুক। সবার জীবন হোক সুখি এবং সুন্দর।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আমাদের অনেক হিসাব নিকাশ সব সময় মেলে না। গত বছরের এমনি অনেক হিসাব মিলাতে পারিনি। তবু নতুন বছরের জন্য নতুন করে করি অনেক কল্পনা। আশায় বাঁধি বুক।

হাহাকারটাকে পাথর চাপা দিয়ে রাখতে চাই, চাপা দিয়ে রাখা যায় না। বেরিয়ে আসে পূর্ণ শক্তিতে আপন স্রোতে। বয়ে যায় হৃদয়ের কূল ছাপিয়ে। তখন নির্বাক দুচোখ কথা বলে। জলন- বুকটাকে ঠান্ডা করতে চায়।

এত বড় পৃথিবীতে দুফোটা চোখের জল হয়ে উঠে পৃথিবীর শ্রেষ্ট আপন। চাওয়া -পাওয়া শব্দ দুটি জোড়, একটি আরেকটির আত্মা। একটি ছাড়া অন্যটি অকল্পনিয়। জগতে চাওয়ার পরিমান বেশী। স্বভাবত পাওয়ার পরিমাণ কম।

আমাদের মনে শুধু না পাওয়ার বেদনা নাড়া দেয়। আমাদের জীবনে প্রাপ্তিও কিন' কম নয়। প্রাপ্তিটা খুব একটা স্বীকার করি না। শুধু চাওয়াই যেন আমাদের জীবনের একমাত্র ব্রত। পৃথিবীতে মানুষের জীবন অনন- কালের নয়।

সে তুলনায় অতি ক্ষুদ্র। এই ক্ষুদ্র জীবনে ঘটে যায় অনেক কিছু। সব কিছুই মনে রাখি না। হয়তো দুএকটা প্রাপ্তি অপ্রাপ্তির কথা বার বার আমাদের মনের জানালায় উকি দেয়। প্রাপ্তির আনন্দ থেকে না পাওয়ার কষ্ট বেশী কুঁড়ে কুঁড়ে খায়।

আমাদের সকল ব্যর্থতা ভূলে নতুন দিনের স্বপ্ন দেখে নতুন পথে চলা উচিত। সবার জীবন হোক সুন্দর, শানি-ময়। ২০১২ জাগাবে নব প্রত্যয়ে নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার প্রেরণা। নতুন দিনে এই প্রর্থনা। শুভ হোক এই বছরের ৩৬৬ দিন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.