আমাদের কথা খুঁজে নিন

   

মাইক্রোসফট এক্সেল-এ দিন তারিখ উল্টাপাল্টা আসার সমাধান

আসসালামুআলাইকুম ।    সবাই কেমন আছেন?  আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন ।   ভালো থাকাটাই সবসময়ের প্রত্যাশা ।   চলুন মূল কোথায় আসি...
 
মাইক্রোসফট অফিস প্রোগ্রাম-এ কাজ করেননি এমন মানুষ খুজে পাওয়া দুর্লভ । অফিসিয়াল কাজ, ব্যাক্তিগত, একাডেমিক কিংবা ব্যবসায়িকসহ যেকোন ক্ষেত্রে ওয়ার্ড, এক্সেল, এক্সেস, পাওয়ার পয়েন্ট এর শরনাপন্ন হতে হয় ।

  মাইক্রোসফট এক্সেল এ হিসাব নিক্শ এর ক্ষেত্রে বিভিন্ন ফর্মুলা ব্যবহারের পাশাপাশি তারিখও ব্যবহার করতে হয় । কিন্তু অনেক ক্ষেত্রেই দিন তারিখ নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় ।   বেশীরভাগ ক্ষেত্রেই দিন চলে যায় মাসের ক্ষেত্রে আর মাস চলে যায় দিনের ঘরে ।   তাই ছোট থেকে বড় আকারে সাজানো বা বিভিন্ন ছোটখাট ফর্মুলা ব্যবহার করতে গেলেই দিন তারিখ পরিবর্তন হয়ে যায় ।   প্রথম দেয়া সেটিংটি পরিবর্তন হয়ে যায় ।

  সবচেয়ে ভালো হয় মাইক্রোসফট এক্সেল ওপেন করার পূর্বে আপনার কম্পিউটারের কন্ট্রোল প্যানেল-এ গিয়ে সেটিং ঠিক করে রাখেন ।
এজন্য আপনার কম্পিউটারের কন্ট্রোল প্যানেল-এ যান ।   
 
Regional and Language options টি ওপেন করুন ।   
 
 
 এখানে কাস্টমাইজে ক্লিক করুন  ।   
 
 
তারপর Date অপশনে ক্লিক করে mm/dd/yyyy এর স্থলে dd/mmm/yy সিলেক্ট করে ওকে করুন ।

 


 
ব্যাস হয়ে গেলো ।  


এখন আপনি মাইক্রোসফট এক্সেল-এ কাজ করতে গিয়ে আর দিন তারিখ কিংবা তারিখ দিন এর এলোমেলো বিড়ম্বনায় পড়বেননা ।
এ পোস্টটি ছোট পরিসরে করলাম, পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো, চেষ্টা করবো বিস্তারিত লিখতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ।
এ লেখাটি ভালো না লাগলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন, হয়তো সাইটটি ভালো লাগবে ।




ভালো থাকবেন সবাই...
 
সবশেষে সবার মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি ...
 

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.