আমাদের কথা খুঁজে নিন

   

আমি বুঝি ভাল বুঝি, আমি ভালোর দল।



আমি বুঝি ভাল বুঝি, আমি ভালোর দল।
অন্যর দুখে মন কাদে, চোখে আসে জল।
জল বিসর্জন প্রকাশ পায়, কথা লেখার মাঝে।
শয়তানের বাচ্চারা তবু, ভাল কথা না বোঝে!

কত টক শো, কত কবিতা, কত কিছু করলাম!
বক্তব্যর দ্বারা সমাজটাকে, উদ্ধার করে ছারলাম।
তবু সমাজ কলংক মুক্ত, দেখতে না পাই!
তাই আমি নতুন কবিতায়, প্রতিবাদ করতে চাই।



প্রতিবাদ চেয়ে ভালোর জন্য, ব্লগে কবিতা দিলাম।
প্রশংসাজনিত মন্তব্যর তরে, সুযোগ আবার পেলাম।

এইত সেদিন আমার এলাকায়, গরীবের অধিকার তরে।
এলাকার কিছু বন্ধু এসেছিল, এসেছিল আমার দ্বারে।
বল্ল ওরা যেতে হবে আমায়, বক্তব্য দিতে হবে,
জ্ঞানী আমরা বক্তব্য দিলে, গরীবেরা মুক্তি পাবে।



শুনে আমার ভাল লাগল, আমি জ্ঞানী লোক।
বিশ্ববিদ্যালয়ের বন্ধু ওরা, ওরা করেনা জোক।
ঘর ভর্তি জ্ঞানের বই, আছে আমার দ্বারে।
লেলিন, কাল মার্ক্স সদাই থাকে, আমার চেতন পরে।

আজ সকালে ঘুমের ঘরে, কে যেন এসেছিল!
শয়তানের বাচ্চা গালি দিয়ে, থাপ্পর মেরেছিল।


ঘুম থেকে আমি লাফিয়ে উঠি, ঘেমে অস্থির।
ভেবেই চলেছি কে সে? মন করে স্থির।

কিছু আগে পরলো মনে, পাড়ার বুড়োর কথা।
কন্যা দায়ে দায়গ্রস্থ সৎ লোক, বলেছিল মনের ব্যাথা।
হাত পাততে লজ্জা পায় সে, কেমন করে চায়!
পাড়ার বক্তব্য শুনে এসছে, যদি কিছু পায়।



দিলে তখন তাকে কিছু, বই মেলায় যাওয়া না হত।
কেউ জানত না এই ত্যাগ, জাতিও না কিছু পেত।
বই কেনাটা জরুরি ছিল, জাতিকে জ্ঞান দিতে,
আমি ভালো জ্ঞানীর দল, কথাটি বুঝে নিতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.