আমাদের কথা খুঁজে নিন

   

অপারেশন ব্লু স্টারর পরামর্শদাতা ব্রিটেন!

১৯৮৪ সালে ভারতের পাঞ্জাবে স্বর্ণ মন্দির খালিস্তানি মুক্ত করতে ভারতীয় সেনাবাহিনীর ’অপারেশন ব্লু স্টার’- এ পরামর্শদাতার কাজ করেছিল মার্গারেট থ্যাচারের বৃটিশ সরকার৷ ব্রিটেনের তদন্ত রিপোর্টে এমনটাই উঠে এসেছে। মঙ্গলবার ওই রিপোর্ট পেশ করেন বৃটেনের বিদেশ সচিব উইলিয়াম হেগ৷ সেখানে বলা হয়েছে, ভারতের আবেদন মেনে বৃটেন পরামর্শ দিয়েছিল ঠিকই কিন্তু অপারেশনের পদ্ধতিতে তা মানা হয়নি৷

বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নির্দেশে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়েছে, পাঞ্জাবের স্বর্ণ মন্দির খালিস্তানি যোদ্ধা মুক্ত করতে অভিযানের জন্য বৃটেনের সাহায্য চেয়েছিল ভারত৷ তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সাহায্যের জন্য স্পেশাল এয়ার সার্ভিসের একজন কর্তাকে ভারতে পাঠান হয়৷ সেই সেনা কর্তার পরামর্শ ছিল, প্রথমেই স্বর্ণ মন্দিরে সরাসরি সেনা অভিযানের প্রয়োজন নেই৷ বরং হেলিকপ্টারের সাহায্যে আকস্মিক আক্রমণ করা উচিত৷ তাতেও যদি কাজ না হয় তবেই সরাসরি সেনা অভিযানে যেতে হবে৷ হেলিকপ্টারের মাধ্যমে আকস্মিক আক্রমণের ফলে সাধারণ মানুষের প্রাণহানির সম্ভাবনা কমবে বলেও জানিয়েছিলেন ওই বৃটিশ সেনা কর্মকর্তা৷ কিন্তু ভারতীয় সেনা সম্পূর্ণ অন্য পথে হাঁটে৷ সরাসরি সেনা অভিযান ঘটিয়ে স্বর্ণ মন্দিরকে জঙ্গিমুক্ত করা হয়েছিল৷ অভিযানে ৪৯২ জন সাধারণ মানুষও প্রাণ হারান৷ এর কয়েক মাস পরেই নিজের শিখ দেহরক্ষীর গুলিতেই প্রাণ হারান তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী৷

সম্প্রতি অপারেশন ব্লু স্টারে বৃটিশ সাহায্য নিয়ে উত্তাল হয়েছিল সে দেশের সংসদ৷ চাপের মুখে ঘটনার তদন্তের নির্দেশ দেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন৷ অন্যদিকে, বৃটিশ সাহায্যের কথা এদিনও অস্বীকার করেছেন অপারেশন ব্লু স্টারের পুরোধা কে এস ব্রার৷

এদিকে অপারেশন ব্লু স্টারের ঘা এদিন ফের চাগিয়ে উঠল বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ বৃটেন সরাসরি সাহায্য না করলেও, পরামর্শদাতার ভূমিকা পালনের কথা স্বীকার করে নিয়েছে। লোকসভা ভোটের মুখে এই তদন্ত রিপোর্ট কংগ্রেসের পক্ষে আরও অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে বলেই ধারণা রাজণৈতিক বিশ্লেষকদের। সূত্র: সংবাদ সংস্থা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।