আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম মরে গিয়ে শ্মশানের ভস্ম হলো // শাফিক আফতাব //

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

পুলকগুলো জমে খামা হয়ে গেলো
ভালোবাাসাগুলো অপেক্ষায় থেকে অমর প্রেম হয়ে গেলো
আমি তোমার অপেক্ষায় থেকে থেকে প্রাণে মরে গেলাম
তবু তোমায় নাহি পেলাম।

দিনগুলো অপেক্ষায় থেকে থেকে রাত হয়ে গেলো, রাতগুলো দিন
রাতদিনগুলো অপেক্ষায় দেকে থেকে সপ্তাহ হয়ে গেলো, সপ্তাহ মাস
সমুদ্র সূর্যের তাপে তাপে জলীয়বাষ্প হয়ে ছুঁইলো অথই নীলাকাশ
তবু হলো না তোমার ভালোবাসার প্রকাশ।



অপেক্ষা করতে করতে পৃথিবীর পৃষ্ট কয়েকমিটার পুরু হলো
তরুণীর তনুর খুঁপরি থেকে বেরিয়ে এলো কত নব নব শাবক
নতুন বৃক্ষরা কতবার পাল্টালো ডাল আর পালক
অবশেষে তোমার আমার ভালোবাসা হলো অমুলক।

আনন্দগুলো জমে জমে বেদনা হয়ে গেলো
প্রেম মরে গিয়ে শ্মশানের ভস্ম হলো।
০৫.০২.২০১৪
প্রেম মরে গিয়ে শ্মশানের ভস্ম হলো //
শাফিক আফতাব //

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.