আমাদের কথা খুঁজে নিন

   

বসন্তের গান (০২)


শহীদুল ইসলাম প্রামানিক

লালে লালে লাল হলোরে কি সুন্দর ঐ শিমুল ডাল
মানের মাঝে রঙ লেগেছে এলো কি বসন্তকাল?

ফাগুন মাসে আগুন ঝরা দখিন হাওয়া বয়ে যায়
তরু লতায় লাগছে দোলা, রাখেলেরা ফিরে চায়
বাঁশি হাতে যায়রে রাখাল সঙ্গে লয়ে গরুর পাল
মনের মাঝে রঙ লেগেছে -----

উদাসী ওই বাঁশির সুরে লাগে ব্যাথা মনে
করুণ সুরের মুর্ছনাতে যাই গো চলে বনে
পাগলা হাওয়া উড়ে উড়ে হয়ে যায় যে মন মাতাল
মনের মাঝে রঙ লেগেছে ----

খোলা আকাশ খোলা বাতাস যায় না থাকা বাটে
ছট্ফট্ ছ্ট্ফট্ করে মনটা গেলে নদীর ঘাটে
রাখালীয়ার বাঁশীর সুরে ভাঙে বুঝি মোর কপাল
মনের মাঝে রঙ লেগেছে ----

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।