আমাদের কথা খুঁজে নিন

   

কবির প্রথম কাব্যগ্রন্থ

সৃজনশীল সাহিত্যের শৈল্পিক প্রয়াসে নিমগ্ন একজন প্রকাশক

কাব্য প্রসব হওয়ার নির্দিষ্ট কোন ক্ষণ নেই। তবে কবির নিকট সকল কবিতাই ক্ষণজন্মা। সকল অভিব্যক্তিই কালজয়ী। এক কবি সরবে দুনিয়ার তাবৎ গৎবাঁধা প্রথা বিরুদ্ধ হতে পারেন, কিন্তু শব্দ আর কবির নৈঃশব্দিক দ্যোতনা অবিচ্ছেদ্য। কবির ক্লান্তিতে, বিরাগে, বিগ্রহে, বিভ্রমে, বেতালে শব্দেরাই উপশম হয়ে আসে।

কবির আলাপনে, তালে, তারুণ্যে, জাগরণে শব্দেরাই অনুপ্রেরণা হয়ে ওঠে। কবি শব্দাশ্রয়ী হয়ে একটা পূর্ণাঙ্গ কাব্য গাঁথেন, যা সমর্পিত হয় সবুজে, বিপ্লবে, নিরাশ্রিতে, প্রণয়ে, জলে, জোছনায়। কবির এ অর্চনা পাঠক মাধ্যমে মন্ত্রপাঠে পুনরুচ্চারিত হলে মহাকালে গ্রোথিত হয় অমোঘ সত্ত্বা।

কবি আর পাঠক; কখনো সন্নিকটে মুখোমুখি, কখনো দূরত্বে অদৃশ্য। তথাপি দু’পক্ষের যোগাযোগ সূত্র শব্দযোগের কাব্য।

’গলিত জোছনায় প্লাবিত নগরে ঈশ্বর’ কাব্যগ্রন্থটি সেই যোগাযোগ স্থাপনের নিমিত্তে একটি মলাটবদ্ধ প্রয়াস।

যে পাঠক কখনো জনতা, কখনো বিপ্লবী, কখনো যোদ্ধা, কখনো সংশয়বাদী, কখনো বিশ্বাসী, কখনো মৌন, কখনো মুখর, কখনো প্রেমী, কখনো বিবাগী, তারই ছাঁচে কবি রচনা করে গেছেন একেকটি কবিতা। অথবা কবির একান্ত চিন্তাজগতই মুদ্রিত হয়েছে নানা ক্ষণে রচিত অনুকাব্যে, দীর্ঘকাব্যে। ’গলিত জোছনায় প্লাবিত নগরে ঈশ্বর’ কাব্যগ্রন্থের শুরু থেকে শেষাবধি কবি ও পাঠক উভয়েই একে অপরের চিন্তা অবয়বকে আবিষ্কৃত করবেন একেকটি পৃষ্ঠায়।
আজ প্রকাশিত হলো ব্লগার আইরিন সুলতানার প্রথম কাব্যগ্রন্থ- গলিত জোছনায় প্লাবিত নগরে ঈশ্বর।

পাওয়া যাবো অমর একুশে গ্রন্থমেলায় শব্দশৈলী'র স্টলে। স্টল নম্বর ২৮৪-২৮৬

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.