শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, “মিরপুরে আমরা যেভাবে আউট হয়েছিলাম টেস্টে সেভাবে আউট হওয়া উচিৎ নয়। এদিক থেকে আমরা উন্নতি করেছি। এই প্রথম এতো বেশি দায়িত্ব নিয়ে খেলতে দেখলাম ব্যাটসম্যানদের। ”
মিরপুর টেস্টে ইনিংস ও ২৪৮ রানে হারের পর চট্টগ্রামে প্রথম ইনিংসে প্রায় ৬০০ রানের নিচে চাপা পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ বাঁচানোকে প্রায় জয় বলেই মনে করছেন মুশফিক।
“আমরা প্রথম টেস্টে বাজে ব্যাটিং করে হেরেছিলাম। এখানেও প্রথম ইনিংসে বেশ কিছু বাজে শট খেলেছি। দ্বিতীয় ইনিংসে তাই আমাদের ওপরে বেশ চাপ ছিল। সেই চাপ জয় করে ড্র করা আমাদের জন্য ভালো লক্ষণ। ”
দ্বিতীয় ইনিংসে তামিম ইকবাল, শামসুর রহমান, ইমরুল কায়েস ও সাকিব আল হাসানের ব্যাটিংয়ের প্রশংসা করলেও আলাদা করে বললেন সর্বশেষ চার টেস্টে তিনটি শতক করা মুমিনুল হকের কথা।
“মুমিনুলের ওপরে আমার আস্থা ছিল। জানতাম ম্যাচ বাঁচাতে যতক্ষণ প্রয়োজন সে উইকেটে থাকবে। চা-বিরতির পর ওকে বলতে হয়নি কতক্ষণ এবং কীভাবে খেলতে হবে। নিজের জন্য নয়, ও দলের জন্য খেলেছে। ”
শেষ দিনে প্রথম ঘণ্টার পর তামিম ও শামসুরের দ্রুত বিদায়ে উদ্বিগ্ন হয়ে পড়ার কথা জানিয়ে মুশফিক বলেন, “লাঞ্চের পরের সময়টাতেও উদ্বেগ ছিল।
তবে আত্মবিশ্বাসও ছিল, একটা জুটি গড়ে উঠলে ম্যাচ বাঁচাতে সমস্যা হবে না। ইমরুল ও সাকিবের সঙ্গে সেই কাজই করেছে মুমিনুল। ”
প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়া অজন্তা মেন্ডিস দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট পাননি। শ্রীলঙ্কার এই স্পিনারকে সামলানোর ‘রহস্য’ প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়ক বলেন, “প্রথম ইনিংসে ৬ উইকেট পেলেও সে উইকেট নেয়ার মতো বেশি বল করেনি। ব্যাটসম্যানরা বাজে শট খেলে ওকে উইকেট দিয়েছে।
তবে দ্বিতীয় ইনিংসে তারা আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করেছে আর বাজে বলগুলোর সদ্ব্যবহারও করেছে। ”
বাংলাদেশ ৯৮ ওভারে ৪৬৭ রানের লক্ষ্য তাড়া না করায় সংবাদ সম্মেলনে বিস্ময় প্রকাশ করেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। অতিথি দলের মনোভাব মুশফিককেও কম অবাক করেনি।
“আমিও তো বিস্মিত। গতকাল (শুক্রবার) ওরা আমাদের মাত্র ৮ ওভার ব্যাট করার সুযোগ দিয়েছে।
আমি অধিনায়ক হলে অন্তত ২০ ওভার খেলাতাম। আমি তো এমনকি ৩৫০ বা পৌনে ৪০০ লিড হলেই দান ছেড়ে দিতাম। ”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।