আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাটসম্যানদের প্রশংসায় মিসবাহ

মঙ্গলবার এশিয়া কাপে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিসবাহ বলেন, “আমাদের ব্যাটসম্যানদের জন্য একটাই বার্তা ছিল, পুরো ৫০ ওভার ব্যাট করতে হবে। একজন ব্যাটসম্যান শেষ পর্যন্ত থাকলে যে কোনো লক্ষ্যই তাড়া করা সম্ভব। আজ ব্যাটসম্যানরা তাই দেখিয়েছেন। ”

ভারতের বিপক্ষে ১ উইকেটের জয় এনে দেয়ার পর বাংলাদেশের বিপক্ষে ২৫ বলে ৫৯ রানের আরেকটি অনবদ্য ইনিংস খেলেছেন শহীদ আফ্রিদি। তার কথা আলাদা করেই বললেন পাকিস্তান অধিনায়ক।



“তিনি একজন অসাধারণ ব্যাটসম্যান। ছন্দে থাকলে যে কোনো বোলিংকে গুড়িয়ে দিতে পারেন। আজ যা করলেন এটা তারই প্রমাণ। ওদের সেরা বোলার সাকিব ও রাজ্জাকের ওভারেই দুটি/তিনটি করে ছক্কা হাঁকিয়েছেন তিনি। ”

মিসবাহ আশাবাদী চমৎকার এই ছন্দ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখবেন আফ্রিদি।



শতরান করা আহমেদ শেহজাদ, ভালো সূচনা এনে দেয়া মোহাম্মদ হাফিজ, অর্ধশতক করা ফাওয়াদ আলম আর চার মেরে জয় এনে দেয়া উমর আকমল প্রত্যেকেরই প্রশংসা করেছেন মিসবাহ।

“এই মাঠে আমরা বেশি কিছু ম্যাচ খেলেছি। জানি, মাঝে মধ্যেই প্রচুর রান হয়। গত এশিয়া কাপেও হয়েছে। তাই আমাদের জেতার আত্মবিশ্বাস ছিল।

তবে প্রথমে যে কোনো মূল্যে ২৬০ রানের বেশি করার পরিকল্পনা ছিল। ”

পাকিস্তানকে ২৬০ রান বা তার নিচে বেধে রাখতে পারলে বোনাস পয়েন্ট পেত বাংলাদেশ। তা তো হয়ই নি, উল্টো ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ ৩২৬ রান করেও এক বল বাকি থাকতে ৩ উইকেটে হেরেছে তারা।

ম্যাচের নির্দিষ্ট কোনো ‘টার্নিং পয়েন্ট’ -এর কথা না বললেও রাজ্জাকের করা ৪৮তম ওভারটির কথা আলাদা করেই বললেন তিনি।

“ওরা শেষ ১০ ওভারে একশ’ রান তুলেছিল।

আমাদেরও শেষ ৮ ওভারে ওভার প্রতি ১০ রান প্রয়োজন ছিল। কোনো টার্নিং পয়েন্ট বলা কঠিন। তবে আমার হয় ৪৮তম ওভারে ফাওয়াদের হাঁকানো ছক্কা দুটি (টার্নিং পয়েন্ট)। ”

রাজ্জাকের সেই ওভারে ১৮ রান নিয়ে ম্যাচ নিজেদের হাতে নিয়ে আসে পাকিস্তান। এরপর ১২ বলে মাত্র ১৩ রান প্রয়োজন ছিল তাদের।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.