আমাদের কথা খুঁজে নিন

   

'অতঃপর, তুমি আর আমি'

তোমার ছিল অহমিকায় হৃদয়খানি ভার আমার ছিল তীব্র রকম ভালোবাসার ধার। অহমিকার দমকা হাওয়ায় ফেল্লে আমায় ঝেড়ে, ভিষন রকম ভালোবেসেও আমি গেলাম হেরে। তুমি এখন অনেক সুখী অন্য পুরুষ পেয়ে বেঁচে আছি আজও আমি কষ্ট বুকে নিয়ে। তোমার পুরুষ তোমার বুকে খেলছে আগুন খেলা, আমার বুকে কষ্ট জমাট তোমার অবহেলা। নিত্যদিনের সবকিছুতেই সুখ খুঁজে পাও তুমি, আপন চোখের জলে আমি কষ্টগুলো চুমি। বেঁচে থাকার নেশায় তুমি ভিষন পাগলপাড়া, মৃত্যুটাকে আপন ভেবে আমি বাঁধনহারা।। -লিখিত @২০।০৭।২০১২..  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।