আমাদের কথা খুঁজে নিন

   

ফিরে দেখা বাংলাদেশ ক্রিকেট-২০১২ আনান্দ বেদনার বছর! (ছবি ব্লগ)

♪ একা পাখি বসে আছে শহুরে দেয়াল... শীষ দিয়ে গান গায় ধূসর খেয়ালে...♪ মাত্র ২ রান! অথচ যেন কত দূরের পথ! একটুর জন্য এশিয়া কাপ জিততে না পারার কষ্ট আবেগের জল হয়ে ঝরে পড়ল সাকিবের চোখে। ২০১২, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য সফল একটি বছর। তবুও এই একটি ছবি দেখলে কষ্ট লাগে সাকিব-মুশফিকদের জন্য! পাকিস্তানের কাছে হেরে শুরু, তাদের কাছে হেরেই শেষ। মাঝে সাফল্যে মোড়ানো দুটি ম্যাচ। ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ উঠেছিল এশিয়া কাপের ফাইনালে।

২ রানের হারে শেষটা হূদয়ভাঙার যন্ত্রণায় হলেও এটাই হয়তো হয়ে থাকবে বাংলাদেশ ক্রিকেটের পালাবদলের টুর্নামেন্ট। এক, দুই তিন, চার...চার ফিফটি উঠে এল চার আঙুলে। উপেক্ষার জবাব ব্যাটে, উপেক্ষার জবাব উদ্যাপনে। সম্ভবত বছরের সবচেয়ে আলোচিত উদ্যাপন। এশিয়া কাপের দল থেকে বিতর্কিতভাবে বাদ পড়ার পর নানা ঘটনাপ্রবাহে দলে ফিরে টানা চার ম্যাচে ফিফটি।

ফাইনালে চতুর্থ ফিফটির পর এভাবেই জবাব দিলেন তামিম ইকবাল। উচ্ছ্বাসের ছবি, উল্লাসের ছবি, গর্বের ছবি। সিরিজ শুরুর আগে যে ছবিটা ছিল প্রায় অকল্পনীয়। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আসা, বিস্ফোরক সব ব্যাটসম্যান আর অলরাউন্ডারে ঠাসা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে! অভিষেক টেস্টেই সোহাগ গাজীর ৯ উইকেট, ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে আবুল হাসানের সেঞ্চুরি—দুই তরুণের সাফল্য দুঃসাহসিক এক সিদ্ধান্ত নিতে সাহায্য করে থাকবে ক্রিকেট নির্বাচকদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই সোহাগ ও হাসানের সঙ্গে তাঁরা নামিয়ে দেন আরও দুই নতুন মুখ এনামুল হক (বিজয়) ও মমিনুল হককে।

অনেক-অনেক দিন পর একসঙ্গে চার নতুনকে মাঠে দেখল বাংলাদেশের ক্রিকেট। \ সারপ্রাইজ প্যাকেজ’ কথাটিকেও যেন নতুন মাত্রা দিয়েছিলেন আবুল হাসান। ইতিহাসের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অভিষেকে ১০ নম্বরে নেমে সেঞ্চুরি। টি-টোয়েন্টির জোয়ারে ভাসল বাংলাদেশও। যাত্রা শুরু হলো বিপিএলের।

(ছবিঃ প্রথম আলো)  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.