আমাদের কথা খুঁজে নিন

   

অনুশীলন করেননি তামিম শুভ

অসাধারণ এক টেস্টের পর ফুরফুরে মেজাজে থাকার কথা ক্রিকেটারদের। পাখির ডানায় ভেসে বেড়ানোর কথা। কিন্তু এর কোনোটাই দেখা যায়নি ক্রিকেটারদের মধ্যে। যদিও কাল অনুশীলনে হাসি তামাশা করেছেন। তারপরও কিছু একটার ঘাটতি ছিল অনুশীলনে।

সেটা কি দলীয় কোন্দলের? ঠিক বোঝা যায়নি। তবে অভাবটা বোঝা গেছে পরিষ্কারভাবেই। এমন ঘুমট পরিবেশে কাল অনুশীলন করেননি বিতর্কের জন্ম দেওয়া তামিম ইকবাল। মাঠে আসলেও ঘাড়ের ব্যথায় অনুশীলন করেননি তিনি। জ্বরের জন্য হোটেলে কাটিয়েছেন টেস্টে সেঞ্চুরি করা শামসুর রহমান শুভ।

আগের দিনের মতো কালও ক্রিকেটাররা কথা বলেননি মিডিয়ার সঙ্গে। কোচ শেন জারগেনসন কথা বলতে ৪৮ ঘণ্টার যে নিষেধাজ্ঞা জারি করেছিলেন ক্রিকেটারদের উপর, সেটা কালও বহাল ছিল। এই নিষেধাজ্ঞার প্রকৃত কোনো কারণ ব্যাখ্যা করেনি টিম ম্যানেজমেন্ট। তবে আন্দাজ করা যায়, সহ অধিনায়কের পদ থেকে তামিমের সড়ে দাঁড়ানোয় যে বিতর্কের জন্ম হয়েছে, সেটা যেন কোনোভাবেই আর বাড়তে না পারে এবং ক্রিকেটাররা যেন বিষয়টি নিয়ে মুখ খুলে আবার বিতর্কের জন্ম না দেয়, তাই এত সতর্কতা। অনুশীলনের আগে অবশ্য টিম ম্যানেজার এম এ আওয়াল ভুলু দলের কোন্দল থাকার বিষয়টি স্বীকার করেননি।

ক্রিকেটারদের মিডিয়ার মুখোমুখি না হওয়ার একটি ব্যাখ্যা দিতেও চেষ্টা করেছেন তিনি। কিন্তু সেটাকেই পরিষ্কার মনে হয়নি।

শ্রীলঙ্কার সঙ্গে সমানতালে লড়াই করে টেস্ট ড্র করার পর ক্রিকেটারদের যখন খোশমেজাজে থাকার কথা, সেখানে কেন এই ঘুমট পরিবেশ? এর সৃষ্টিই বা কেন? মাশরাফি বিন মর্তুজাকে টি-২০ সিরিজের অধিনায়ক ঘোষণার পর জন্ম নেয় বিতর্কের। মাশরাফির নাম ঘোষণার পর সহ অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর কথা বলেন তামিম। তার সরে দাঁড়ানোর ঘটনা আবার আলোচনায় এনেছে পুরনো কিছু স্মৃতিকে।

এশিয়া কাপের দল ঘোষণার সময় তৎকালীন বিসিবি সভাপতি শর্তসাপেক্ষে তামিমকে দলে রাখতে বলেছিলেন নির্বাচক প্যানেলকে। সেটা পছন্দ না হওয়ায় প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছিলেন আকরাম খান। এবার সে রকম কিছু না করলেও বিতর্কের সঙ্গে নাম জড়িয়েছে আকরাম ও প্রধান নির্বাচকের । ক্রিকেট পাড়ায় গুঞ্জন, এই দুজনের আগ্রহেই টেস্ট সিরিজে দলের সহ অধিনায়ক করা হয়েছিল তামিমকে। মুশফিকুর রহিম আঙুলে ব্যথা পাওয়ায় তাকে টি-২০ সিরিজে রাখেননি নির্বাচক প্যানেল।

তখন মনে হয়েছিল টি-২০ সিরিজে অধিনায়ক বানানো হতে পারে তামিমকে। স্কোয়াড ঘোষণার পর অধিনায়কের নাম না জানানোয় মনে হয়েছিল, লোকাল বয়কেই অধিনায়ক মনোনীত করা হবে। কিন্তু সেটা না করায় অনেকটা অভিমানেই সরে দাঁড়ান তামিম। যদিও ক্রিকেট বোর্ডকে সরে দাঁড়ানোর ব্যাখ্যায় জানিয়েছেন, ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত তার।

কাল দুই ম্যাচ সিরিজের প্রথমটি।

এই ম্যাচ দিয়েই অভিষেক হবে জহুর আহমেদ স্টেডিয়ামের। আশ্চর্য হলেও সত্যি টি-২০ ক্রিকেটের অভিষেক ম্যাচের প্রতিপক্ষও শ্রীলঙ্কা। এর আগে এই মাঠের টেস্ট ও ওয়ানডে অভিষেকের প্রতিপক্ষও ছিল দ্বীপরাস্ট্র। বিকাল ৫টার ম্যাচের সঙ্গে মানিয়ে নিতে ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করেছেন মাশরাফিরা।

অনুশীলনের জন্য মাশরাফিবাহিনী দুপুর আড়াইটায় কঠোর নিরাপত্তায় আসে স্টেডিয়ামে।

অথচ অনুশীলনের প্রায় তিন ঘণ্টা আগে স্টেডিয়ামে আসেন সাকিব আল হাসান। আগে আসেন ইউনিসেফের একটি শুটিংয়ে অংশ নিতে। সাকিব ইউনিসেফের বিশেষ দূত। প্রায় দেড় ঘণ্টার শুটিংয়ের পরও অনুশীলন করেন দলের সঙ্গে। এরপর দলের সঙ্গে ফিরে আসেন হোটেলে।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।