আমাদের কথা খুঁজে নিন

   

সিগারেটের জন্য স্বপ্নকে জরিমানা

বুধবার রাজধানীর ওয়ারিতে স্বপ্ন’র একটি শাখাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয় বলে বিচারক শিলু রায় জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্বপ্নের ওই শাখার প্রবেশপথে একটি সুসজ্জিত শেলফে সিগারেট সাজিয়ে রাখায় তাদের এই জরিমানা করা হয়।

“সিগারেট কোম্পানিগুলো এই স্টোরকে ভুল বুঝিয়ে এটা করছে। তারা তামাকবিরোধী আইনের গেজেটের একটি অনুলিপি দিয়ে বলেছে, সিগারেট রাখলে তাতে আইন লংঘন হবে না।”

এর আগে গত সেপ্টেম্বরেও তামাক নিয়ন্ত্রণ আইন লংঘনের দায়ে স্বপ্নের এই শাখাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

গত বছর সংশোধিত তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে তামাকজাত দ্রব্যের প্রত্যক্ষ বা পরোক্ষ বিজ্ঞাপন সংক্রান্ত প্রচারণা ও পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ করা হয়। এ বিধান লঙ্ঘন করলে অনূর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এক লাখ টাকা অর্থদণ্ডের শাস্তি রাখা হয়।

বিচারক শিলু জানান, সিগারেটের প্যাকেট সাজিয়ে রাখার জন্য শরীফ জেনারেল স্টোর নামের আরেকটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া পাবলিক প্লেসে ধুমপানের জন্য চারজনকে ৩০০ টাকা করে জরিমানা করা হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.