আমাদের কথা খুঁজে নিন

   

১০০টি সিগারেটের সমান ১টি হুঁক্কা

হুঁক্কার পাইপ মুখে নিলেই নাকি ফিরে পাওয়া যায় ফিকে হয়ে আসা আভিজাত্য। আশপাশের হালকা আলো আঁধারি পরিবেশে নাকে যায় তামাকের হালকা মিষ্টি গন্ধ। অনেকে মনে করেন হুঁক্কা খুব একটা ক্ষতিকর নয়। পানির মাধ্যমে তামাক পরিশোধিত হয়ে মুখে আসছে। তাই বিড়ি, সিগারেটের থেকে এটা অনেক বেশি নিরাপদ।

কিন্তু এই ধারণাকে মিথ্যা প্রমাণ করলেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা জানিয়েছেন, এই হুঁক্কা যেমন নেশার বস্তু তেমনই এটি সমান পরিমাণ ক্ষতিকর।

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ট্রেসি ই. বার্নেট জানিয়েছেন, হুঁক্কার তামাক ঠাণ্ডা এবং মিষ্টি স্বাদযুক্ত হয় তাই এটি বাচ্চাদের খুব সহজেই আকর্ষণ করে।

বার্নেট নাবালকদের মধ্যে হুঁক্কা খাওড়ার প্রবণতা বৃদ্ধি নিয়ে গবেষণা করছেন। তিনি জানিয়েছে, এটি একবার ব্যবহারের ফলেই কার্বোন মনো অক্সাইডের বিষক্রিয়া বা অন্যান্য রোগ হতে পারে।

এছাড়াও শুধুমাত্র যক্ষ্মা, হারপিস, শ্বাসকষ্ট, ফ্লু হতে পারে তা নয়, দীর্ঘমেয়াদী ব্যবহারে হৃদরোগ এবং ক্যানসারকে আমন্ত্রণ করে আনতে পারে।

যদিও এটিকে দেখতে একেবারেই সিগারেটের মত নয়, জলের পাইপের মাধ্যমে এটিকে খেতে হয় তাই এটিকে অনেকেই কম ক্ষতিকর বলে মন করেন। কিন্তু এটি কোনও অংশের সিগারেটের থেকে কম ক্ষতিকর নয়। পানি পরিশোধনের কাজ করলেও, এটি টক্সিনকে একেবারেই পরিশোধিত করতে পারে না।

নতুন গবেষণায় আরও দেখা গেছে, এধরনের নেশায় ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় এবং শারীরিক স্থিতিও ক্ষতিগ্রস্ত হতে পারে।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এক মতে, হুঁক্কার মাত্রা প্রায় ২০ থেকে ৮০ মিনিট ধরে চলে ফলে একজন ব্যক্তি অনেক বেশি পরিমাণে ধোঁয়া সোবন করে। সমীক্ষায় দেখা গেছে, একটি হুঁকা খাওয়ার মাত্রা ১০০টি সিগারেট খাওয়ার সমান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.