আমাদের কথা খুঁজে নিন

   

অহনা // শাফিক আফতাব //



অহনা, চলো গহীনে মিহি অনুভবে কাঁথা সেলাই
ফুলের আর কলিতে পরস্পর মুখ রাখি
সুবাস শুকেঁ শুঁকে অনন্তে হারাই
ভালোবাসার ঘ্রাণগুলি হৃদয়ে মাখি।

অহনা চলো মোহন অনুভবে রাত্রিগুলি ভরাই
শহরের গলিপথে নিয়ে আসি নির্সগের রূপ
চলো জ্বালাই ভালোবাসার মধুর মদির ধূপ
চলে ভালো করে মাজি প্রেমের কড়াই।

অহনা, চলো গয়না বানাই মন বিনিময়ের
বাসরের ফুল কিনি শাহবাগের মোড়ে
এসো আমরা আজ রাত্রির ভীড়ে
এসো আজ ছিড়েঁ ফেলি খাতা হিসেবের।

অহনা, আজ অনুমতি দাও গহীনের ঢোকার
আজ আমি পণ্ডিত নই, খাঁটি এক জোকার।
১২.০২.২০১৪



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।