আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম পাওয়া "ভালবাসা দিবসের চিঠি"

আমি অধম


প্রাণাধিক প্রিয় ,

জানিনা কেন লিখছি । তোমাকে দেব ভেবেই লিখছি হয়তো । সতি কি পারবো দিতে । আমারতো তোমাকে দেবার মত কিছু নেই , কিচ্ছু নেই ।

"ভালবাসা দিবস" এই দিনটাকে যখন বুঝতে শিখলাম তখন ভাবিনি কারো কথা ।

কারন তখন মনে হতো মামনি চলে গেছে , এখন তো মামনি শুধু তার বেবিদেরকেই ভালবাসে ; সুতরাং ভালবাসা দিবস টা তাদের জন্যই । আমার জন্য না ।


এখন, আমি এমন একজন কে জানি তাকে ভালবাসি । বিশ্বাস করি ,তার প্রতিটি ন্বিঃশাসে নিজেকে শিহরিত করতে চাই । সেই একজন কে একান্ত ভাবে ভালবাসি বলতে চাই ।

বলেছি ; অনেক বার বলেছি কিন্তু তবুও মনে হচ্ছে আমি তাকে বুঝাতেই পারিনি ঠিক কতটা ভালবাসি । শুধুই ভালবাসি ,ভালবাসি শুধুই তোমাকে ভালবাসি ।

আমি জানি , তুমি তোমার প্রতিটা দিনই রিমি আপুর জন্য উতসর্গ করো। আমি এটাও জানি কক্ষনো সেই ভালবাসার পরশ কেউ হয়তো পাবে না । যতটা তুমি ভালবাসতে পারো পুরোটাতে তিনি জুড়ে আছে ।

তুমি যে উনার অপেক্ষা করতে থাকবে তাও জানি । চাইলেই তাকে মনের কথা গুলো বলতে পারছনা তাই কষ্ট হয় তোমার খুব । সেই কষ্টটা বুঝতে পারি ; কিন্তু তুমি তো আমায় সেই কথা গুলো বলবে না !!


তোমাকে আজ একটা কথা বলি , তুমি অনেক ভালবাসো তাকে যে তোমার জীবনসঙ্গিনী হবে । কারন ,তার সৌভাগ্যটাকে তুমি নষ্ট করোনা ।

আমি তোমাকে কতটা ভালবাসি তা বুঝাতে চাই না ।

কারন, আমি জানি এবং বুঝতে পারি আমি তোমাকে কতটা ভালবাসি । আমি প্রতিজ্ঞা করেছি, কক্ষনো কাউকে তোমার স্থান টা দিবনা , আর দিতে পারবোও না । কাউকে জীবনে জড়াবোনা । কেননা , আমার জীবনে তুমি জড়িয়ে আছো ।


আমি তোমাকে ভালবাসি , শুধু ভালবাসি শুধুই ভালবাসি , অনেক বেশী ভালবাসি ।





প্রনয়প্রার্থী
[নাম প্রকাশে অনিচ্ছুক]


[চিঠিটা পাওয়া মাত্র এক ন্বিঃশ্বাসে পড়লাম। এমন একটা সময়ে চিঠিটা হাতে পেলাম যখন আমি খুবই খারাপ মানুষিকতার ভিতর দিয়ে যাচ্ছে , হয়ত লেখিকার অনুভূতি টা ঠিক বুঝতে পারলাম না । তবুও নিজের কাছে একটু অন্যরকম লাগলো এই ভেবে যে আমিও কারো এত টা ভালবাসার পাওয়ার যোগ্য । ]


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.