আমাদের কথা খুঁজে নিন

   

কপালের টিপ কিনতে হবে

কফি দিয়ে গিন্নী শুধায়, একটু সময় হবে?
সময় আমার অনেক আছে, লাগবে তোমার কবে।

কপালের টিপ কিনতে হবে, সময় হবে আজ?
মিষ্টি হেসে গিন্নী আমার, খুললো মনের ভাঁজ।

তবে নাহয় আজকে চলো সন্ধ্যে বেলা প্লাজা।
কেনার পরে নাহয় খাব গরম চিকেন ভাজা।

সন্ধ্যে বেলায় দু’জন কিনি নানান রঙের টিপ।


আমি খুশী মনে মনে, দামে বেজায় চিপ।

এবার চলো চিকেন খেয়ে পথটি বাড়ীর ধরো।
মুচকি হেসে গিন্নী বলে, একটু সবুর করো।

কপোলে টোল মিষ্টি করে গিন্নী দিল হাসি।
মুগ্ধ হয়ে বলি মনে, তোমায় ভাল বাসি।



খুশি হয়ে শুধাই তারে, লাগবে কিছু কি?
তোমার কাছে অল্প কিছু টাকা হবে কি?

টিপের সাথে ম্যাচিং করে কিনতে হবে শাড়ি।
জলদি চলো কাজটা শেষে ফিরতে হবে বাড়ি।

ভ্যালেন্টাইনে ম্যাজেন্ডা আর হালকা নীলে ছাই।
আমার কিন্তু শাড়ির সাথে একটা জামা চাই।

ফাগুন মাসে হলুদ শাড়ি, বৈশাখে লাল সাদা।


তুমিতো ঠিক রং বোঝনা রয়েই গেলে হাঁদা।

ঈদের শাড়ি কিনলে এখন অল্প দামে পাবো।
ওই শাড়িটাই পরে নাহয় তুলুর বিয়ে খাবো।

এবার চলো শাড়ি গুলো চয়েজ করি দুজনে।
আর লক্ষী শোন,
ছুটি পেলে চলোনা যাই পাহাড় কিংবা বনে।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.