আমাদের কথা খুঁজে নিন

   

'সিরিজে প্রতিদ্বন্দ্বিতা হবে'

আঙুলের চোটে মিস করেছেন টি-২০ সিরিজ। শঙ্কা ছিল ওয়ানডে সিরিজে খেলা নিয়ে। উড়িয়ে দিয়েছেন সব শঙ্কা। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার বিপক্ষে খেলার মতো ফিট ঘোষণা করেছেন নিজেকে। আজ দ্বীপরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে নামছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম।

তবে গ্লাভস হাতে দাঁড়াবেন না উইকেটের পিছনে। অবশ্য ফিল্ডিং করবেন। এখন যেমন করছেন কুমার সাঙ্গাকারা। গত দুই বছর ধরে তার নেতৃত্বে ধারাবাহিক ক্রিকেট খেলছে টাইগাররা, সেটা ধরে রাখতেই মাঠে নামছেন তিনি। আজ ফ্লাড লাইটের আলোয় খেলা এবং সিরিজটি আবার এশিয়া কাপের প্রস্তুতিমূলকও।

তাই অন্যদের মতো নিজেকে ঝালিয়ে নিতেও চাইছেন টাইগার অধিনায়ক। ঘরের মাঠ বলেও দ্বীপরাষ্ট্রের বিপক্ষে সিরিজে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন মুশফিক।

শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ যে ওয়ানডে খেলেছে টাইগাররা গত বছর। জিতেছিল ওই ম্যাচ। পাল্লেকেলেতে ডাকওয়ার্থ লুইস মেথডের ম্যাচটি টাইগাররা জিতেছিল ৩ উইকেটে।

এছাড়া চট্টগ্রামের দুটি টি-২০ ম্যাচে সমানে সমানে লড়াই করে হেরেছে। কিন্তু এই আত্দবিশ্বাসটুকু ওয়ানডে সিরিজে কাজে লাগবে বলে মনে করেন টাইগার অধিনায়ক, 'অবশ্যই ভালো খেলার প্রত্যাশা রয়েছে। হোম কন্ডিশনে আল্লাহ'র রহমতে গত এক-দেড় বছর আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি। হয়তো টেস্ট, টি-২০তে ভালো করতে পারছিলাম না। কিন্তু ওয়ানডেতে নিঃসন্দেহে ভালো খেলছিলাম।

আমাদের যে শক্তি ও সামর্থ্য, তাতে ঘরের মাটিতে যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখি। শ্রীলঙ্কা অনেক শক্তিশালী দল। তাদের বিপক্ষে ভালো করতে হলে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই ভালো খেলতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোনো সন্দেহ নেই, খেলাটা অনেক কঠিন হবে। আর লড়াই করে জেতার আনন্দই আলাদা।

এছাড়া পুরো ওয়ানডে সিরিজেই কঠিন লড়াই হবে। '

গেল বছর টাইগাররা হারিয়েছে শ্রীলঙ্কা, জিম্বাবুয়েকে। এবার হার দিয়ে শুরু করেছে সিরিজ। দুটি টি-২০ ম্যাচ হেরেছে শেষ বলে। ড্র করেছে একটি টেস্ট।

চার ম্যাচে এখন পর্যন্ত হাসতে পারেনি টাইগাররা। দলের শক্তির বিচারে ফল নিয়ে কিছুটা হাতাশাই ঝড়ে পড়েছে টাইগার অধিনায়কের কণ্ঠে, 'দুর্ভাগ্য যে, আমরা চার ম্যাচ খেলে দুটি জিততে পারিনি। আমি আগেই বলেছিলাম, এ বছরটা ধারাবাহিক ক্রিকেট খেলতে পারি, তাহলে বোঝা যাবে আমাদের দলের শক্তিটা কেমন। কারণ অনেক শক্তিশালী দলের বিপক্ষে আমাদের খেলতে হবে। আমি মনে করি, আমাদের শক্তি অনুযায়ী আমরা ফল করতে পারিনি।

সে বিবেচনায় আমি কিছুটা হলেও হতাশ। অবশ্য গত বছর যেভাবে শুরু করেছিলাম এবং উন্নতি করছি, সে হিসেবে আমি খুশি। আশা করছি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে যে কোনো দলের বিপক্ষে আমরা জয় পাবো। '

চট্টগ্রাম টেস্টে আঙুলে ব্যথা পেয়েছিলেন মুশফিক। ওই ব্যথা নিয়েই ব্যাটিং করেছেন দ্বিতীয় ইনিংসে।

তবে নির্বাচন প্যানেল এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপের কথা মাথা রেখে বিশ্রাম দেন মুশফিককে। বিশ্রামে থাকায় খেলা দেখেন টেলিভিশনে। কিন্তু মাঠের বাইরে বসে উপভোগ করেননি খেলা, ' টেলিভিশনে খেলা দেখতে ভালো লাগেনি। খুব কষ্ট হয়েছে। খুব কাছে থেকে হেরে যাওয়ায় কষ্টটা অনেক বেশি লেগেছে।

আসলে সামান্য কিছু ভুলের জন্যই আমরা হেরেছি। ইনজুরিতে পড়ে খেলা দেখা কতটা কষ্টকর, সেটা আমি বুঝি। আমি চাই কেউ যেন ইনজুরিতে না পড়েন। ' আজ খেলতে নামলেও কিপিং করবেন না। এটা মিস করবেন বলেই জানান টাইগার অধিনায়ক, 'ইনজুরির বিষয় আমার হাতে নেই।

আমি বরাবরই বলেছি, কিপিংটা আমি এনজয় করি। কিপিং আমাকে সব সময় আমাকে সাহায্য করে। কারণ পিছন থেকে উইকেট সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। ' রাজ্জাকের ইনজুরি নিয়ে বলেন, 'আমরা রাজ্জাক ভাইকে মিস করব। টি-২০'তে উনি অনেক ভালো বোলিং করেন।

এই ফরমেটে রাজ্জাক ভাই সর্বোচ্চ উইকেট শিকারি আমাদের। সেজন্য আমরা উনাকে মিস করব। ' চট্টগ্রাম টেস্টের সময় মাসল পুল করায় চার ওভারের বেশি বোলিং করতে পারেননি রাজ্জাক।

কাল সারা দিন বৃষ্টি হয়েছে। আজ খেলা মাঠে গড়ানো নিয়ে রয়েছে সামান্য শঙ্কা।

এমন বৃস্তিাত আবহাওয়ায় বাড়তি সুবিধা পেয়ে থাকেন পেসাররা। তাই আজ একাদশ কি হবে, সে বিষয়ে বলেন, 'আমাদের দলে চারজন জেনুইন পেসার রয়েছেন। কাল (আজ) দুপুরে খেলা। টিম কম্বিনেশনের কথা চিন্তা করেই আমরা একাদশ সাজাব। শিশিরের কথা মাথায় রেখেই তিন পেসার বা একজন স্পিনার নিয়ে খেলতে পারি।

' যদি তিন পেসার নিয়ে একাদশ সাজানো হয়, তাহলে বসে থাকতে হবে আরাফাত সানিকে। দুই স্পিনার খেললে অভিষেক হতে পারে আরাফাতের। টি-২০ সিরিজে দুই ম্যাচে ৫ ওভারে ২৫ রানে নেন ৩ উইকেট।

টি-২০ সিরিজের আগে হঠাৎ করেই সহ অধিনায়কের পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়ে জন্ম দিয়েছিলেন বিতর্কের। এবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেখানেও সহ অধিনায়ক তামিম।

হালকা চোট রয়েছে তামিমের। তার খেলা প্রসঙ্গে বলেন, 'ও আজকে(কাল) ব্যাটিং অনুশীলন করেছেন। কাল (আজ) ও যদি খেলতে পারেন, তাহলে দলের জন্য ভালোই হবে। তবে আমরা অপেক্ষা করব তার জন্য। '

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.