আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসায় ধুয়ে দেবো তোমার প্রেমের নগ্ননীড়। শাফিক আফতাব //

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

এক পশলা বৃষ্টির জলে ধুয়ে গেছে শহরের শরীর,
আমার ভালোবাসায় ধুয়ে গেছে তোমার সুবাসিত দেহ
এই ফাল্গুন বর্ষার দিনে সংগোপণে যেন কে করে গেলো স্নেহ
এই মেঘলা বসন্ত দিনে আমার ভেতর পবিত্র আলোকের ভীড়।

পাতার ভেতর থেকে উঁকি দেয় ফুলের কলি
এই বর্ষাফাল্গুনে মন পুড়ে যায় সেই ফুলের রূপের গুণে
কৃষ্ণচূড়ার নিঃসঙ্গ বৃক্ষ কেন আজ লাল হলো গনগনে আগুনে
এই ফাল্গুনে তুমি নেই __আমি নিঃস্ব, নিঃসঙ্গ এক পথকলি।



রাজধানীতে গুচ্ছ গুচ্ছ দালানের ক্ষেতে ধান আর ধান
তুমিহীন এই বসন্তে আমি আজ পাংসুটে বিবর্ণ, চোষ কাগজের শরীর,
তবু যেন তোমার সাথে নগরীতে বেঁধেছি নীড়
এই বসন্ত বিষণ্ণ সন্ধ্যায় পুলক খুঁটে খায় আমার ক্ষুধিত পরাণ।

বৃষ্টির জলে ধুয়ে গেছে আজ শহরের শরীর __
এসো ভালোবাসায় ধুয়ে দেবো তোমার প্রেমের নগ্ননীড়।

১৭.০২.২০১৪
ভালোবাসায় ধুয়ে দেবো তোমার প্রেমের নগ্ননীড়।
শাফিক আফতাব //

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।