আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আরশাদ বাহিনীপ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন-সংলগ্ন পাখিমারা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু আরশাদ বাহিনী প্রধান আরশাদ নিহত হয়েছে। গতকাল ভোররাতে এ ঘটনা ঘটে।

শ্যামনগর থানার ওসি ছগির মিয়া জানান, সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু আরশাদ বাহিনীর প্রধান আরশাদের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল রাত ৩টার দিকে ট্রলারযোগে পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা এলাকায় ডাকাতি করতে আসে। এ সময় এস আই আশরাফুল ইসলামের নেতৃত্বে টহলরত পুলিশের সামনে পড়ে তারা। এক পর্যায়ে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বনদস্যুরা টহলরত পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়ে আত্দরক্ষার চেষ্টা করে। এক পর্যায়ে বাহিনীর প্রধান আরশাদ গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বনদস্যু আরশাদের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি বিদেশি বন্দুক, ৪টি তাজা বোমা, ২টি বন্দুকের কার্তুজ এবং ১টি রাম দাসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে। নিহত আরশাদের বিরুদ্ধে সাতক্ষীরা, শ্যামনগর ও খুলনার কয়রা থানাসহ বিভিন্ন থানায় ব্যাংক ডাকাতি, চাঁদাবাজি, মুক্তিপণ, অস্ত্র মামলাসহ ১৯টি মামলা রয়েছে। সে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এ ছাড়া নিহত আরশাদ একটি মামলায় ১১ বছরের সাজাপ্রাপ্ত পালাতক আসামি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.