আমাদের কথা খুঁজে নিন

   

হাইকোর্টের বাংলাভাষা !!!

Look to the light. Follow the light. Learn from the light. ▲

"সঠিকভাবে বাংলা ভাষার প্রয়োগ কেন করা হবে না এবং বাংলা ভাষার ব্যবহারের ক্ষেত্রে অন্য ভাষার মিশ্রণ কেন বন্ধ করা হবে না তা জানাতে বলেছে আদালত।"
__________________আলতাফ হোসেন, ডেপুটি এটর্নি জেনারেল



হাইকোর্ট নামটাও ইংরেজী । হাইকোর্টের চিপাচাপায় , গলি-ঘুপচি সবজায়গায় ইংরেজী । যেখানে তাদের নিজেদের অবস্থাই এমন যে তারা তা ঠিক করতে পারবে না , সেখানে তারা কিভাবে অন্যদের বলতে পারে ??? উচিত ছিলো অন্তত তাদের নিজেদের সবকিছু বাংলায় রূপান্তরের প্রক্রিয়া শুরু করা , তারপর অন্যদেরও বলা যে তোমরাও এটা করো । সবার আগে হাইকোর্টের রায়ের ব্যাপারটা ইংরেজী থেকে বাংলায় করা উচিত সবার সুবিধার্থে ।

স্কুল কলেজ , রেডিও টেলিভিশন , বিজ্ঞাপন , ব্যাবসা বানিজ্য সবকিছুই বাংলায় সম্ভব হবে । কিন্তু যারা আদেশ দিচ্ছেন তারা যদি ঠিক না থাকে , তাহলে আর কে ঠিক থাকবে !!!?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.