আমাদের কথা খুঁজে নিন

   

উপজেলায় ভোট পড়েছে ৬২.৪৪ শতাংশ

বুধবার চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেশের ৯৭ উপজেলায় গড়ে ভোট পড়েছে ৬২ দশমিক ৪৪ শতাংশ। ১ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ৯৫১ ভোটারের মধ্যে ভোট দিয়েছে ১ কোটি ১ লাখ ১৩ হাজার ৯৬৭ জন। এর মধ্যে বৈধ ভোট ৯৬ লাখ ৫২ হাজার ৫৮৪টি। বাতিল হয়েছে ৪ লাখ ৬১ হাজার ৩৮৩ ভোট। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের মধ্যে ৯৭ পদে নির্বাচিত চেয়ারম্যানরাই ভোট পেয়েছেন প্রায় অর্ধ কোটি (৪৯ লাখ ১০ হাজার ৭৮৬) ভোট। জানা গেছে, ৯৭ উপজেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় সবচেয়ে বেশি ভোট পড়ে। আর শরীয়তপুরের জাজিরায় মোবারক আলী সবচেয়ে কম ৩৭ দশমিক ২০ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন। একমাত্র সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চেয়ারম্যান পদে দুটি কেন্দ্রে পুনর্ভোট গ্রহণ করা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.