আমাদের কথা খুঁজে নিন

   

প্রজন্ম ভাষা দিবসের চেতনা কি শুধু ফুল দিয়ে দায় সারলে।

আমার সম্পর্কে কিছু বলি কিন্তু তা আপনারা দেখবেন ও না পরবেন ও না ,তাই বললাম না।

প্রজন্ম ভাষা দিবসের চেতনা শুধু ফুল দিয়ে দায় সারলে।

প্রজন্ম তোমরা কি উর্দুকে রাস্ট্রীয় ভাষা করার প্রতিবাদে প্রান দিয়েছিলে।

নাকি বাংলা ভাষা,তোমার মায়ের ভাষা রক্ষার জন্য প্রান দিয়েছিলে।

প্রজন্ম তাই যদি হয় তাহলে আজ তোমার মাতৃ ভাষা বিলীন হোয়ার পথে।



আজকে তোমার মাতৃ ভাষা দিবসে কনসার্ট কর হিন্দী গানের।
আজকে তোমার সংকৃতি হিন্দী ভাষায় তলিয়ে যাচ্ছে।

আমার ভাষা সংকৃতি হবে আমার মত আমি কেন অন্য ভাষা বা সংস্কৃতি তে হারিয়ে যাব।

উর্দ ভাষাকে যেমন আমরা রাস্ট্রীয় ভাষা হতে দেইনি,
হিন্দী ভাষায় ও আমরা হারিয়ে যাবনা।

তাই একুশের চেতনা হোক বাংলা ভাষা ও সংস্ক্র্র্টি লালনের।


ভিন্ন ভাষা ও সংস্কৃতিতে হারিয়ে যাওয়া নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.