আমাদের কথা খুঁজে নিন

   

হাসিনা - খালেদার ছবিকে কাট পেস্ট করে কখনো কখনো বিনোদন পূর্ণ সিনেমার নায়িকার মূখে লাগিয়ে দেয়া হয়



কার্টুনের মাধ্যমে কৌতুক তা রাজনীতির মানুষ নিয়েই হউক আর অন্য কোন বিশেষ ব্যাক্তি নিয়েই হউক তা বিশ্ব ব্যাপী স্বীকৃত ও জনপ্রিয় । সেই কৌতুক শিল্প- সাহিত্যের অংশ । শিল্প সাহিত্য মানেই সমাজ প্রগতির সাথে সংশ্লিষ্ট শিক্ষণীয় বিষয় যারা অশ্লীল ছবিকে কাট পেস্ট করে ফটোশপের মাধ্যমে বিকৃত করে তা দ্বারা আর যাই আমাদের শিল্প সাহিত্যের কোন উন্নতি হবে না । আর রাজনীতিবিদরা ভুল করছে কিন্তু সমাজের ক্ষতি করে না । গত ৪২ বছরে বাংলাদেশের যতটুকু উন্নতি হয়েছে তা রাজনীতিবিদদের হাত ধরেই ।

কোন বিদেশি শক্তির কলোনি হিসেবে আমাদের উন্নতি হয়নি । ১৯৯১ সালেও যেখানে কৃষি ভিত্তিক অর্থনীতি ছিল ৪৮% আর বর্তমানে তা ১৮% । রাজনীতিবিদরা যদি আরও অনেকাংশে দলীয় স্বার্থের উরধে উঠতে পারতো তবে দেশের আরও অগ্রগতি হতো । ক্রিকেট প্লেয়ার যেমন আমাদের তেমনই রাজনীতিবিদরাও আমাদের । রাজনীতি ও রাজনীতিবিদদের সমালোচনা থাকতে পারে কিন্তু তার মধ্যেও রুচির বহিঃপ্রকাশ দরকার ।

দরকার নতুন প্রজন্মের জন্যে । সামাজের সকল দায়িত্ব রাজনীতিবিদদের , আমাদের ( জনগণের ) কোন দায়িত্ব নেই এই দৃষ্টিভঙ্গি ভুল । রাজনৈতিক দল জন প্রতিনিধি , জনগণের দায়িত্ব রাজনীতিকে চাপে রাখা যাতে রাজনীতি বিচ্যুত না হয় । চাপে না থাকলে বিচ্যুত হবে । একজনকে সমালোচনা করতে গিয়ে আর একজনকে ধোয়া তুলসীপাতা বানানো চাটুকারি সংস্কৃতি ।

এই চাটুকার অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে । চাটুকারদের সংস্কৃতির পথে হাটা যাবে না এটাই শিক্ষা । যারা রাজনীতিবিদদের ছবি ফটোশপের মাধ্যমে বিকৃত করে তারা চাটুকার । এই চাটুকার সংস্কৃতির বিরুদ্ধে সংগ্রাম থাকতে হবে ।
উন্নত রুচি একটি সংস্কৃতি চর্চার বিষয় সেটা আর্ট হোক আর ফটোশপ হোক ।

হাসিনা - খালেদার ছবিকে কাট পেস্ট করে কখনো কখনো বিনোদন পূর্ণ সিনেমার নায়িকার মূখে লাগিয়ে দেয়া হয় । আবার অনেকেই তা থেকে আনন্দ উপভোগ করেন । আপর পক্ষ সেটাকে আবার শেয়ার করেন । এই ধরনের কুরুচিপূর্ণ সংস্কৃতির বিরুদ্ধে কথা বলা নৈতিক দায়িত্ব ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.