আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকায় নিষিদ্ধ বিড়ি

আমেরিকায়  নিষিদ্ধ বিড়ি৷ গতকাল বিড়ি আমদানি ও বিক্রির বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন৷

আমেরিকার তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন মেনে উৎপাদন না হওয়ায় এই নিষেধাজ্ঞা বলে জানা গেছে৷ ওবামা সরকারের খাবার ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের পক্ষ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে৷ এই নির্দেশের পরও যদি কোনও কোম্পানি আমেরিকায় বিড়ি বিক্রি করে, তবে পদক্ষেপ নেওয়া হবে বলে একটি বিবৃতি থেকে জানা গেছে৷

সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, সিগারেটের তুলনায় তিন থেকে পাঁচগুণ বেশি নিকোটিন থাকে বিড়িতে৷ পাশাপাশি, একটি সমীক্ষা থেকে জানা গেছে, হাইস্কুলের ২ শতাংশ ছাত্র এবং মিডল স্কুলের ১.৭ শতাংশ পড়ুয়া বিড়ি সেবন করে থাকে৷ বিড়ি নিষিদ্ধ হলেও আমেরিকায় কিন্তু সিগারেট চলবে যথারীতি৷ 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.