আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকায় মহিলা ড্রাইভারের সংখ্যা বাড়ছে

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক আমেরিকায় পুরুষের চেয়ে মহিলা গাড়িচালকের সংখ্যা বেশি। দীর্ঘ দিন পর এ পরিবর্তন এসেছে মন্দার পরিপ্রেক্ষিতে। প্রাইভেটকারের ড্রাইভিং লাইসেন্সধারীদের ওপর গবেষণা চালিয়ে দেখা গেছে, ২৫ থেকে ২৯ বছর বয়সী চালকের মধ্যে মহিলার সংখ্যা অনেক বেশি। ইউনিভার্সিটি অব মিশিগানের ট্রান্সপোর্টেশন রিসার্চ ইনস্টিটিউটের গবেষণায় আরো বলা হয়েছে, মহিলা গাড়িচালকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সড়ক দুর্ঘটনাও হ্রাস পাচ্ছে এবং সড়ক-মহাসড়কে খুন-খারাবিও কমেছে। এ ছাড়া নারী ড্রাইভাররা এমন গাড়ি ক্রয়ে আগ্রহী হচ্ছেন যেগুলো স্বল্প জ্বালানিতে অধিক মাইল চলে এবং যেসব গাড়ি নিরাপদে ড্রাইভ করা যায়।

বড় সাইজের গাড়ির প্রতি নারী ড্রাইভারের অনাগ্রহ ক্রমেই বাড়ছে বলেও গবেষণায় উদঘাটিত হয়েছে। টানা ১৫ বছরের পর্যবেক্ষন জরিপে আরো জানা গেছে, ২৫ থেকে ২৯ বছর বয়সী পুরুষ ড্রাইভারের সংখ্যা কমেছে ১০.৬ শতাংশ। একই সময়ে একই বয়সী মহিলা ড্রাইভারের সংখ্যা হ্রাস পেয়েছে ৪.৭ শতাংশ। জরিপে আরো দেখা গেছে, ১৯৯৫ সালে পুরুষ ড্রাইভারের সংখ্যা ছিল আট কোটি ৯২ লাখ এবং মহিলার সংখ্যা ছিল আট কোটি ৭৪ লাখ। ২০১০ সালে সে মহিলা ড্রাইভারের সংখ্যা ১০ কোটি ৫৭ লাখ এবং পুরুষ ড্রাইভারের সংখ্যা হয়েছে ১০ কোটি ৪৩ লাখ।

তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.