আমাদের কথা খুঁজে নিন

   

ছোটদের জন্য লেখা একুশের একটি গান ও একটি কবিতা




একুশে ফেব্রুয়ারী (গান)

ছেলে হারানো মা কাঁদানো একুশে ফেব্রুয়ারী
শত কোটি বাঙ্গালী আমরা দিনটিকে আজও স্মরণ করি!!
রক্ত ঝরানো ঐ পলাশের বনে,
কেঁদেছিলো বোন আপন মনে, আপন মনে!!
মমতার কোল ছিন্ন করে
চলে গেছে তারা ভাষার তরে।
রাখালের গান বাউলের একতারা,
থেমেছিলো তারা, হয়েছিলো দিশাহারা!!
আবার এসেছে একুশে ফেব্রিয়ারী,
ফুলে ফুলে ছাওয়া শহীদ মিনার, ভাষাশহীদের স্মরন করি।
জীবন জয়ের পথ ধরি
স্মৃতির শহীদ মিনার গড়ি!!


বাংলা ভাষা ( কবিতা )

ভুলবোনা কোনোদিন ভাষাশহীদের ঋণ
যে ভাষায় কথা বলি, শুরু করি প্রতি দিন।
যে ভাষায় গান গাই, প্রান খুলে হাসি
যে ভাষায় মাকে ডাকি, মাকে ভালোবাসি।
যে ভাষায় লেখা শিখি দেই হাতেখড়ি
যে ভাষার নেই জোড়া এ বিশ্ব জুড়ি।



উনিশ্‌শো বাহান্ন ৮ই ফাল্গুনে
শহীদ সালামকে আছে কারো মনে?
বরকত জব্বার রফিকের প্রাণ
এ ভাষারই তরে তারা দিলো বলিদান।
দস্যুরা চেয়েছিলো কেড়ে নিতে ভাষা
জোরজারি, বাহাদূরী ছিলো নাতো আশা।

মানেনি সে অন্যায় আবদার তারা
নেমেছিলো রাজপথে হয়ে দিশাহারা।
এক দাবী এক চাওয়া ছাড়াছাড়ি নাই
মায়ের ভাষায় মোরা অধিকার চাই।
শ্লোগানে শ্লোগানে মুখরিত জনপদ
দস্যু গুলিতে রাঙ্গা হলো রাজপথ।



কাঁধে নিয়ে ভায়েদের মৃত সেই লাশ
থামেনিতো সে মিছিল, ছাড়ে নাই আশ
প্রাণ দিয়ে এনেছিলো যারা এই ভাষা
শ্রদ্ধা তাদের তরে আর ভালোবাসা।
ফেব্রুয়ারী আসে, ফাল্গুনও আসে
আমার ভায়ের খুন আছে তাতে মিশে।

ভুলি নাই ভুলবোনা ভুলতে কি পারি?
৮ই ফাল্গুন বা একুশে ফেব্রুয়ারী।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।