আমাদের কথা খুঁজে নিন

   

এক্সবক্স ওয়ানকে হারালো পিএসফোর

গত বছরের নভেম্বরে গেমের জগতে প্রবেশ করে সনির প্লেস্টেশন ফোর। গেমপ্রেমীদের অতি প্রিয় পণ্যটির নতুন সংস্করণ নিয়ে জাপানি প্রতিষ্ঠানের আগাম অনেক ধারণাই ছিল। সম্প্রতি সমস্ত অনুমান, প্রত্যাশাকে ছাপিয়ে আরও উপরে উঠেছে প্লেস্টশন ফোর। তথ্য মতে, প্রায় আড়াই মাসে পিএসফোর বিক্রি হয়েছে ৫৩ লাখ। এমনকি শক্ত প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের এক্সবক্স ওয়ানকে হারিয়েছে এটি।

সনির ঘোষণা মতে, ফেব্রুয়ারি পর্যন্ত ৫.৩ মিলিয়ন পিএসফোর বিক্রি হয়েছে। আর যে সাফল্যের ঘোষণা এসেছে ২২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির নিজ দেশে কাঙ্ক্ষিত পিএসফোর প্রকাশকে সামনে রেখে। আগামী মার্চ মাসের শেষ নাগাদ ৫ মিলিয়ন এবং বছর শেষে আনুমানিক ১০ মিলিয়ন বিক্রি হবে পিএসফোর এমন ধারণা ছিল প্রতিষ্ঠানের।

এ বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত সারাবিশ্বে এক্সবক্স ওয়ান বিক্রির পরিমাণ ৩.৯ মিলিয়ন। অন্যদিকে নিনতেনদোর উই ইউ বিক্রির পরিমাণ ৬ মিলিয়ন।

২০১২ সালের নভেম্বরে উই ইউ আসে বাজারে।

যুক্তরাজ্যের বাজারে সনির এ গেমিং পণ্যের জনপ্রিয়তা শুরু থেকেই। সবসময়ই দ্রুত বিক্রিত পণ্য এটি। জানুয়ারিতে দেশটিতে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে পিএসফোর। সনি কম্পিউটার এন্টরটেইনমেন্ট গ্রুপের সিইও এবং প্রেসিডেন্ট অ্যান্ড্র হাউস বলেন, বিক্রির এ সংখ্যা তাকে বিস্মিত করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.