আমাদের কথা খুঁজে নিন

   

বিমান নিয়ে বাংলানিঊজ আর বিডিনিঊজের রিপোর্ট - কোনটা সত্য কোনটা মিথ্যা???

বন্ধ করুন

বাংলানিউজ২৪ আর বিডিনিউজ২৪.কমের বিমান বাংলাদেশকে নিয়ে করা দুইটা রিপোর্টের পার্থক্য দেখুন।

বাংলানিউজ রিপোর্ট। লিংক

ঢাকা: শেষ ফ্লাইটে ৩১৪ আসনের বিপরীতে মাত্র ২২ যাত্রী নিয়ে উড্ডয়ন করেছে বিশ্বের সবচেয়ে পুরনো যাত্রাবাহী উড়োজাহাজ ‘ডিসি-১০’। স্বল্পসংখ্যক এই যাত্রী নিয়েই ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বার্মিংহামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

অন্যদিকে, ডিসি-১০ দিয়ে বার্মিংহামের আকাশে কয়েকটি আনন্দ ভ্রমনের ব্যবস্থাও করা হলেও কোনো সাড়া মেলেনি



বিডিনিউজ২৪ রিপোর্ট= লিংক

যুক্তরাজ্যে ডিসি ১০ এর ‘সিনিক ট্যুরে’ ব্যাপক সাড়া

বিশ্বের সর্বশেষ ডিসি-১০ উড়োজাহাজের শেষ তিনটি ‘সিনিক ট্যুর ফ্লাইটে’ যুক্তরাজ্যে ব্যাপক সাড়া মিলেছে
গত শনিবার থেকে শুরু হওয়া তিনদিনের সিনিক ট্যুর ফ্লাইটে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা এভিয়েশন উৎসাহী ও বিশেষজ্ঞরা।
প্রতিটি সিনিক ট্যুর ফ্লাইটে ১৪৪ জন ভ্রমণের সুযোগ পাচ্ছেন।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিল শনিবার যুক্তরাজ্যের বার্মিংহামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে যে কয়টি সিনিক ট্যুর ফ্লাইট হওয়ার কথা ইতোমধ্যেই তার সব কয়টির আসন বুকড হয়ে গেছে। ”

গত বৃহস্পতিবার ৩১৪ জন যাত্রী নিয়ে বার্মিংহামের উদ্দেশে যাত্রা করে বাংলাদেশ বিমানের বহরে থাকা সর্বশেষ ডিসি-১০ উড়োজাহাজটি।

প্রায় ১৩ ঘণ্টা উড়াল দিয়ে তা গন্তব্যে পৌঁছায়।

উল্লেখ্য এর আগেও বাংলানিউজ২৪ বিমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা রিপোর্ট করে যাচ্ছিল। এইখানে আমজনতার বুঝে উঠতে পারার কথা নয় শেষ ডিসি ১০ ফ্লাইটে আসলে কয়জন যাত্রী ছিল? সিনিক টু্রে কোন সাড়া মেলেনি নাকি ব্যাপক সাড়া কোনটা সত্য?
বিডিনিউজ২৪ এর স্ক্রীনশট



বাংলানিউজ২৪ এর স্ক্রীনশট



সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.