আমাদের কথা খুঁজে নিন

   

মিলানের জয়, ইন্টারের ড্র

মিলান ২-০ গোলে সাম্পদোরিয়াকে হারিয়েছে। আর ঘরের মাঠে ক্যালিয়ারির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইন্টার।

তবে আবার হোঁচট খেলেও ২৫ ম্যাচে ৪০ পয়্ন্টে নিয়ে পঞ্চম স্থান ধরে রেখেছে ইন্টার। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট সংগ্রহ করা মিলানের অবস্থান নবম।

২৪ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গত দুবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস।

সমান ম্যাচ খেলে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা রোমা ও নাপোলির পয়েন্ট যথাক্রমে ৫৭ ও ৫০।

সাম্পদোরিয়ার মাঠে এসি মিলানের দুই গোলদাতা মিডফিল্ডার আদেল তারাব্ত ও ডিফেন্ডার আদিল রামি। ১২ ও ৫৮ মিনিটে গোল দুটি করেন তারা। ৭২ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার ম্যাক্সি লোপেস দ্বিতীয় হলুদ কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় সাম্পদোরিয়া।

সান সিরোতে ৪০ মিনিটে ক্যালিয়ারির স্ট্রাইকার মরিসিও পিনিল্লার গোলে পিছিয়ে পড়া ইন্টারকে দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে সমতায় ফেরান ডিফেন্ডার রোলান্দো।



সেরি আর অন্যান্য ম্যাচে হেল্লাস ভেরোনা ৩-২ গোলে লিভোরনোকে ও কিয়েভো ২-০ গোলে কাতানিয়াকে হারিয়েছে এবং উদিনেজে ও কাতানিয়া ১-১ গোলে ড্র করেছে।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.