আমাদের কথা খুঁজে নিন

   

কেনিয়ায় বাংলাদেশি রাষ্ট্রদূতের উপর হামলা

কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ওয়াহিদুর রহমানের উপর হামলা চালিয়ে তার বাসায় ডাকাতি করেছে দুর্বৃত্তরা। লুট করা হয়েছে বাসার মালামাল ও  নগদ অর্থ।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।

বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বহিঃপ্রচার অণুবিভাগের মহাপরিচালক শামীম আহসান বলেন, হামলার পর দেশটির পুলিশ পুরো বিষয়টি নিয়ন্ত্রণে নিয়েছে। রাষ্ট্রদূত ও তার পরিবার বর্তমানে নিরাপদ থাকলেও মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন।

জানা যায়, কেনিয়ার রাজধানী নাইরোবিতে শনিবার রাত ১০টায় সময় এ ঘটনা ঘটে। পাঁচজন মুখোশধারী এ হামলায় অংশ নেয়। হামলায় রাষ্ট্রদূত ওয়াহিদুর রহমান কিছুটা আহত হয়েছেন। হামলাকারীরা বাসার মূল্যবান জিনিসপত্রসহ একলাখ ৭০ হাজার সিলিং লুট করেছে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।