আমাদের কথা খুঁজে নিন

   

কেনিয়ায় রাষ্ট্রদূতের বাসায় ডাকাতি, আটক ২

সিকিউরেক্স সিকিউরিটি কোম্পানির ওই নিরাপত্তারক্ষীরা ডাকাতির ঘটনায় জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে।

একজন পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে নাউরোবি নিউজ এ তথ্য জানিয়েছে।

শনিবার রাতে ওয়াহিদুর রহমানের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় তিনি নিজেও আহত হন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সম্পর্কে অবহিত আছে।

নাইরোবি কাউন্টি ডেপুটি পুলিশ কমানড্যান্ট মোসেস ওমবাতি জানান, ওই বাসা থেকে ৫০০০ শিলিং এবং ২০০০ ডলার, তিনটি মোবাইল, একটি ল্যাপটপ, টেলিভিশনসহ অন্যান্য জিনিসপত্র লুট করে দুর্বৃত্তরা।

ওয়াহিদুর রহমনের স্ত্রী এবং দুইজন নিরাপত্তারক্ষীকে উদ্ধৃত করে তিনি বলেন, “দুর্বৃত্তদের হাতে পিস্তল ছিল। তারা ঘরে ঢুকেই মূল্যবান জিনিসপত্র বের করে দিতে বলে। ”

নিরাপত্তাকর্মীদের নজর এড়িয়ে কীভাবে ডাকাত সদস্যরা ওই বাসায় ঢুকলো তা খতিয়ে দেখছে পুলিশ।

ওমবাতি বলেন, “আমাদের সন্দেহ নিরাপত্তাকর্মীরা বিষয়টি জানতেন।

তা না হলে বাসায় ঢুকতে তাদের ওপর বল প্রয়োগ করতে হতো, যার কোনো আলামত পাওয়া যায়নি। আর তাছাড়া রাত ৯টা খুব রাত নয়। ”

ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এর আগে গত সপ্তাহে দেশটির এক সংসদ সদস্যের বাসায়ও একই ধরনের হামলা হয়েছে।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।