আমাদের কথা খুঁজে নিন

   

১৯৭১ সালে রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবিদের গণহত্যার সাথে ২০১২ সালে তাজরীন গার্মেন্টসে গার্মেন্ট শ্রমিকদের গণহত্যার পার্থক্য কোথায়?

মোঃ রেজাউল কবির ১৯৭১ সালে রায়েরবাজার বধ্যভূমিতে বুদ্ধিজীবিদের গণহত্যার মাধ্যমে বাঙ্গালী জাতিকে যেভাবে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছিল তেমনি ২০১২ সালে তাজরীন গার্মেন্টসে অসহায় শ্রমিক যারা দেশের পঙ্গু অর্থনীতির চাকাকে একটু একটু করে সচল করে সামনের দিকে এগিয়ে নিয়ে জাচ্ছিলো তাদেরকে অগ্নিকাণ্ডের মাধ্যমে বন্ধীকরে গণহত্যা করে বাঙ্গালী জাতিকে আবারো ভয়াবহ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে। তাহলে ১৯৭১ সালে রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবিদের গণহত্যার সাথে ২০১২ সালে তাজরীন গার্মেন্টসে গার্মেন্ট শ্রমিকদের গণহত্যার পার্থক্য কোথায়? ১৯৭১ সালে রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবিদের গণহত্যার সাথে জড়িতদের বিচার যেমনি আমাদের প্রানের দাবী তেমনি ২০১২ সালে তাজরীন গার্মেন্টসে গার্মেন্ট শ্রমিকদের গণহত্যার সাথে জড়িতদের বিচার আমাদের আরেকটি প্রানের দাবী হওয়া উচিত? আমরা কি এর জন্য পারিনা কবি নজরুলের বিদ্রোহী কবিতার কিছু লাইন নিজেদের মধ্যে ধারন করে ১৯৭১ সালে রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবিদের গণহত্যার সাথে জড়িতদের সহ ২০১২ সালে তাজরীন গার্মেন্টসে গার্মেন্ট শ্রমিকদের গণহত্যার সাথে জড়িতদের বিচার দ্রুত কার্যকরের জন্য একটু একটু করে সমাজ থেকে শুরুকরে রাষ্টীয় পর্যায়ে একটি বৃহৎত আন্দোলন গড়ে তুলতে. মহা-বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না - অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না - বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত। আসুন আমার সকলেই অব্যশই ঐক্য বন্ধ হই, ১৯৭১ সালে রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবিদের গণহত্যার সাথে জড়িতদের বিচার সহ সঠিক তদন্তের মাধ্যমে ২০১২ সালে তাজরীন গার্মেন্টসে গার্মেন্ট শ্রমিকদের গণহত্যার সাথে প্রকৃত ভাবে জড়িতদের বিচার দ্রুত কার্যকর করতে হবে। আমরা সকলেই এর জন্য সমাজ থেকে শুরুকরে রাষ্টীয় পর্যায়ে একটি বৃহৎত আন্দোলন গড়ে তুলবো।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।