আমাদের কথা খুঁজে নিন

   

রমনের গল্পঃ সশস্ত্র ভালোবাসা !!

পূর্ণিমার চাঁদ যেন লুলায়িত রুটি !

চুলে জেল লাগিয়ে এক মনে অনেকক্ষণ ধরে আঁচড়ানোর চেষ্টা করে যাচ্ছে মাসুদ । কিন্তু মাথার চুল কিছুতেই স্পাইকি হচ্ছে না । একটা রোমান্টিক গানের দুই লাইন গুন গুন করে গাইতে গাইতে প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে সঠিক স্টাইলটা আনার জন্য ।

মাসুদের রুপবতী বউ টুম্পা হঠাৎ করে ভিতরে আসে ।

-কি ব্যাপার! আজ যে বড় ফিটিং হচ্ছে! ডেটিং ফেটিং আছে নাকি?

মাসুদ সেদিকে ভ্রুক্ষেপ না করে জবাব দেয়, 'থাকতেই পারে..'

টুম্পা ঠোঁট বাঁকিয়ে বলে, 'তা কে সেই উর্বশী...?

-'কেন, আজকের পত্রিকা পড়নি' ? মাসুদ শার্টের বোতাম খোলে সুগন্ধী স্প্রে দিতে দিতে জবাব দেয় ।



-"আচ্ছা! আজকাল ডাল্লিংরা তাহলে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আহবান করে!!" ক্রুর হেসে টুম্পা টিপ্পনি কাটে ।

মাসুদ শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে, 'পত্রিকায় আমার রাশিফলে লিখেছে, আজ কারো প্রেমের আহবানে সাড়া দিতে হতে পারে'!! তাই আগাম প্রস্তুতি..

কথা বলা শেষ করতে পারেনা মাসুদ ।

-তবে রে, সাড়া দেয়াচ্ছি" বলেই টুম্পা মাসুদকে পেছন থেকে জড়িয়ে ধরে । এক হ্যাচকায় শার্টের বোতাম টাস করে ছিড়ে যায়, তীব্র ধারালো নখ মাসুদের বুকের রোমকুপ ছিদ্র করে চামড়ায় বসে যায় । ঘাড়ে তীব্র একটা কামড় অনুভব করে মাসুদ ।



দাঁত নখের সশস্ত্র আক্রমনে টুম্পাসমেত বিছানায় ভূপতিত হয় মাসুদ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.