আমাদের কথা খুঁজে নিন

   

অতঃপর অ্যান্ড্রয়েডে নোকিয়া

মার্কিন বাণিজ্য দৈনিক ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, অ্যান্ড্রয়েড স্মার্টফোন বলা হলেও গুগলের অনেক ফিচারই নেই স্মার্টফোনগুলোতে, তার বদলে আছে নোকিয়ার আশা এবং মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নানা ফিচার।

এ ব্যাপারে নোকিয়ার ভাইস প্রেসিডেন্ট অফ মার্কেটিং জুসি নেভানলিনা বলেন, ‘নোকিয়া এক্স সিরিজের স্মার্টফোনগুলো হচ্ছে নোকিয়া নতুন সাশ্রয়ী দামের স্মার্টফোন পরিবার। এক্স এখানে ইঙ্গিত করে মাইক্রোসফটের ক্লাউড, অ্যান্ড্রয়েড অ্যাপ আর নোকিয়ার মিশেলে তৈরি হাইব্রিড স্মার্টফোন। ২০১৪ সালে নোকিয়া সাশ্রয়ী পণ্যের পরিবারে যোগ হবে আরও কয়েকটি স্মার্টফোন।

মূলত কম দামের স্মার্টফোনের ক্রেতাদের কথা মাথায় রেখেই এক্স সিরিজের স্মার্টফোনগুলো বানিয়েছে নোকিয়া।

নোকিয়া এক্স, এক্স+ এবং এক্সএল স্মার্টফোনগুলো বিক্রি হবে যথাক্রমে ৮৯ ইউরো, ৯৯ ইউরো এবং ১০৯ ইউরো দামে।

হার্ডওয়্যার ফিচারের দিক থেকে সাধ্যের মধ্যে স্মার্টফোন হিসেবে বাজারের অন্যান্য সাশ্রয়ী দামের সঙ্গে খুব একটা পার্থক্য নেই নোকিয়া এক্সের। এতো আছে ১ গিগাহার্টজের ডুয়াল কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর এবং ৫১২ মেগাবাইটের র্যাম। ৪ জিবি ইন্টারনাল মেমোরি থাকলেও ব্যবহার করা যাবে এক্সটারনাল মাইক্রোএসডি কার্ড। তুলনামূলক ভাবে দুর্বলই বলতে হবে নোকিয়া এক্সের ৩ মেগাপিক্সেলের ক্যামেরাকে।

এক সঙ্গে দুইটি সিম ব্যবহার করা যাবে স্মার্টফোনটিতে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।