আমাদের কথা খুঁজে নিন

   

পরশুরামের ভোটকেন্দ্রে ৮ ককটেল বিস্ফোরণ

দুর্বৃত্তরা ফেনীর পরশুরাম উপজেলার মধুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আটটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে । এছাড়া তারা পাঁচটি কেন্দ্র দখল করে নিয়েছে বলেও অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী কামাল উদ্দিন মজুমদারের সমর্থকরা ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে কেন্দ্রগুলো দখল করেছে বলে দাবি করেছেন ১৯ দল সমর্থিত চেয়ারম্যান পদ প্রার্থী আবু তালিব।

দখলকৃত কেন্দ্রগুলো হলো-উপজেলার ধনীকুণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর কেতরাঙ্গা মাদ্রাসা, দক্ষিণ কেতরাঙ্গা জুনিয়র উচ্চ বিদ্যালয়, দক্ষিণ গুথুমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সুবার বাজার মধুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি আমার জানা নেই।

অন্যদিকে, ফেনী সদর উপজেলার পশ্চিম সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।এই কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্য নুরুল আমিন জানান, ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হয়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।