আমাদের কথা খুঁজে নিন

   

নারায়নগঞ্জে হোসিয়ারীর বয়লার বিস্ফোরিত হয়ে ২০ শ্রমিক আহত

নারায়ণগঞ্জে একটি বহুতল ভবনের চতুর্থ তলায় অবস্থিত হোসিয়ারীর বয়লার বিস্ফোরণে অন্তত ২০ শ্রমিক আহত হয়েছে।

আজ সকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানার বিপরীতে অবস্থিত আল জয়নাল প্লাজার ৪র্থ তলায় অবস্থিত 'আল জয়নাল গার্মেন্ট অ্যান্ড হোসিয়ারীতে' এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া  হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শ্রমিকদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই বয়লারটি মেরামতের জন্য মালিকপক্ষকে অনুরোধ করলেও তা মেরামত করা হয়নি।

ঘটনার পর সাংবাদিকদেরও গার্মেন্টে প্রবেশে বাধা দেয় মালিকপক্ষ।

জানা গেছে, আল জয়নাল গার্মেন্ট অ্যান্ড হোসিয়ারীতে কয়েকশ' শ্রমিক কাজ করে। আজ সকালে  আয়রন (ইস্ত্রি) বিভাগের একটি বয়লার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে কারখানার এক পাশের দেয়াল ভেঙ্গে পাশের একটি ভবনের উপর গিয়ে পড়ে যায়।

বিস্ফোরণে কারখানায় থাকা শ্রমিক শামীম, আবদুল বাতেন, সামসুন্নাহার, সখি, মনজিলা বেগম, নাজনীন, বিপ্লব, স্বর্ণা, মান্নান, হাসিনা, ফারুকসহ অন্তত ২০ শ্রমিক আহত হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই মিজানুর রহমান জানান, বয়লার বিস্ফোরণে কয়েকজন শ্রমিক আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.