আমাদের কথা খুঁজে নিন

   

নারায়নগঞ্জে ৪ ছিনতাকারীর কারাদণ্ড

চার ছিনতাইকারীকে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছে নারায়ণগঞ্জের একটি আদালত। একই রায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের ঘোষণা দেওয়া হয়।

আজ নারায়ণগঞ্জের দ্রুত বিচার আইন আদালতের বিচারক কেএম মহিউদ্দিন ওই রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডিতরা হলো- জসিম(২৪), আবু হানিফ (২৩), আসলাম(২২) ও কাজল (২২)।

রাষ্ট্র পক্ষের আইনজীবী এপিপি আনোয়ার প্রধান জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁ বেলাব গ্রামে ২০১২ সালের ১৮ জুন রাতে ৬ ছিনতাইকারী ধারালো অস্ত্র হাতে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেয়ার সময় স্থানীয়রা ৪জন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোর্পদ করে। এ ঘটনায় সোনারগাঁ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.