আমাদের কথা খুঁজে নিন

   

নারায়নগঞ্জে ডিবি পুলিশের ২ এসআইকে গণপিটুনি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৫ শিক্ষার্থীকে আটকে মারধর এবং মাদক ব্যবসায়ি আখ্যা দিয়ে ৫ লাখ টাকা ঘুষ দাবি করায় ডিবি পুলিশের ২ এসআইকে গণপিটুনি দিয়ে আটকে রাখে বিক্ষুব্দ জনতা।

পরে ডিবি পুলিশের ওসিসহ অন্যরা ঘটনাস্থলে গিয়ে আটককৃত ছাত্রদের ছেড়ে দিয়ে ২ এসআইকে ছাড়িয়ে নিয়ে আসে। গণপিটুনির শিকার ২ এসআই হলো, এসআই জাকির ও এসআই আনোয়ার।

গতকাল রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর এলাকায় ওই ঘটনা ঘটে। ডিবি পুলিশের মারধরে আহত শিক্ষার্থীদের স্থানীয় একটি ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ডিবি পুলিশের ওসি মাহাবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৫ শিক্ষার্থীকে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়েছিল। এ খবরে স্থানীয় এলাকাবাসি ক্ষুব্দ হয়ে ২ অফিসারকে কিছু সময়ের জন্য আটকে রাখে। যেহেতু মাদক সেবন ২৯০ ধারায় পড়ে তাই ওই ৫ শিক্ষার্থীকে ছেড়ে দিয়ে ২ অফিসারকে মুক্ত করে নিয়ে আসি।

উল্লেখ্য, গত সপ্তাহে ডিবি পুলিশের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে কাঁচপুরের ক্ষুদ্র ব্যবসায়িরা বিক্ষোভ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এছাড়া গত সপ্তাহে পুলিশের চাঁদাবাজির প্রতিবাদ করায় শহরের রিভারভিউ মার্কেটের এজাজ নামে এক ব্যবসায়িকে ধরে এনে মাদক দিয়ে আদালতে চালান দেয় ডিবি পুলিশ।

  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.