আমাদের কথা খুঁজে নিন

   

আর্সেনালের হার, চেলসি-লিভারপুলের জয়

জার্মান স্ট্রাইকার আন্দ্রে শুর্লের হ্যাটট্রিকের সুবাদে ফুলহ্যামের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছে চেলসি। গোলশূন্য প্রথমার্ধের পর ৫২, ৬৫ ও ৬৯ মিনিটে গোল তিনটি করেন শুর্লে। ৭৪ মিনিটে ফুলহ্যামের একমাত্র গোলটি ডাচ ডিফেন্ডার জন হেইটিঙ্গার।

স্টোক সিটির মাঠে ১-০ গোলে হার মেনেছে আর্সেনাল। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকদের জয়সূচক গোলদাতা স্ট্রাইকার জোনাথন ওয়াল্টার্স।



সাউথহ্যাম্পটনের মাঠে ৩-০ গোলের সহজ জয় পেয়েছে লিভারপুল। ‘অল রেডস’-এর তিন গোলদাতা দারুণ ছন্দে থাকা উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেস, ফরোয়ার্ড রাহিম স্টার্লিং ও মিডফিল্ডার স্টিভেন জেরার্ড। এর মধ্যে অধিনায়ক জেরার্ডের গোলটির উৎস পেনাল্টি।

২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে চেলসি। সমান ম্যাচ খেলে আর্সেনাল ও লিভারপুলের সংগ্রহ ৫৯ পয়েন্ট করে।

তবে গোল গড়ে এগিয়ে থাকায় লিভারপুল দ্বিতীয় স্থানে আছে। দুই ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে আপাতত চতুর্থ স্থানে ম্যানচেস্টার সিটি।

শনিবার ইপিএলের অন্য দুই ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড ৪-১ গোলে হাল সিটিকে ও এভারটন ১-০ গোলে ওয়েস্ট হ্যামকে হারিয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.