আমাদের কথা খুঁজে নিন

   

বিবর্ণ প্রয়াস

আমাদের চারপাশে নিত্য ঘটে যাওয়া ছোট খাটো ঘটনাগুলোও দিতে পারে অনেক অসাধারন শিক্ষা। অন্তর্দৃষ্টি মেলে দেখিনা আমাদের চারপাশে একটু তাকিয়ে...............

কি দেখছ অমন করে-
অবাক হয়ে আমার পানে?
সাদা-সিধে ক্যাবলা কান্ত-
কেমন করে এমন হল?
বদলে গেলো কেমন করে-
অকর্মা সেই বোকার হদ্দ ?
ভাবছ, সেদিন কি পারত, কি না পারে আজ,
সেদিন এদিন ভেবে ভেবে বেলা তোমার সাঁঝ!

এখন আমি অনেক পারি, পারিনি যা আগে,
ভাঙ্গতে পারি খুব সহজে গড়ার সঙ্গ ত্যাগে।
মারতে পারি বিনা দোষে সৎ যে জন রয়,
প্রয়োজনে বন্ধু আমার অসৎ যারে কয়।
অনায়াসে মিথ্যে বলি করে অনেক যতন,
প্রতারনা করতে পারি যেথায় লাগে যখন।
স্বার্থ বিনা কোথাও যে নেইকো আমি আর,
সবার তরে ছল-চাতুরী আমার উপহার।


ভুলতে পটু চিত্ত আমার অকৃতজ্ঞতায় গড়া,
দিঘির কাছে শৈবালের কণ্ঠ যেমন চড়া ।
সূর্যোদয়ে বন্ধু যে জন শত্রু সন্ধ্যে বেলা,
পিরিত এখন আমার কাছে ভাঙ্গা গড়ার খেলা।
সব মিলিয়ে আমি যেন তোমার মনের মত,
তখন তুমি আমার কাছে চাইতে যেমন, যত।

তোমার তরে সব হয়েছে, তুমি এখন কোথায় ?
আমি তো ঠিক পৌঁছে গেছি চেয়েছিলে যেথায়!
এখন-তখন, সেদিন-এদিন মাঝে কত দূর-
কালো যতোটা বেয়ে এলো ঢেকে দিতে নূর।
এতোটা পথ পেরিয়ে আজও পারিনি যা আমি-
ভুলতে তোমায়, যেমন আমায় ভুলে গেছ তুমি।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।