আমাদের কথা খুঁজে নিন

   

ঘাতক চিনি

প্রেমের বলে পশু বাধ্য হয় চিনি খেলে অবসাদ বিষন্নতা বাড়ে অস্হি ও মাংসপেশির ভীষণ ক্ষতি করে/ মাথা ব্যথা,মাইগ্রেনের ঘাতক শুভ্র চিনি হৃদরোগের ঝুকি বাড়ে ডাক্তারের বাণী/ তাড়াতাড়ি চুল পাকে কিডনি নষ্ট হয় রক্তের গ্লুকোজ বাড়ে দন্ত হয় ক্ষয়/ শরীরের মেদ বাড়ে পেটে আলসার হয় রক্তচাপ বাড়িয়ে দেয় ডাক্তার সাব কয়/ কোলেস্টরল বাড়ে আর ইনসুলিন কমে শরীরের রোগ প্রতিরোধ কমে প্রতি দমে/ চিনিকে তাই বলে ভাই হোয়াইট পয়জন চিনি ছাড়াই চা খাব এই হোক মোদের পণ/ 22/09/12

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।