আমাদের কথা খুঁজে নিন

   

মায়াবী ঘাতক

তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো... ♫ ♫♫ ♫ ♫

একদিন এক প্রজাপতি ছুঁয়েছিলো আমায়, তার শ্যামল চোখে অনাগত স্বপ্নের হাতছানি; বৃত্তের ভেতর বৃত্তের আল্পনার ছোপ ছোপ দাগ সাজিয়ে আমারে ডেকেছিলো ভীষণ মায়ায়। আমি সেই প্রজাপতি ছুঁয়ে বর্ণীল আলোয় ঘুরে বেড়িয়েছি শহরের ভেতরের শহর। পাঁচ আঙুলের সাথে পাঁচ আঙুলের দিনমান বন্ধন, স্নায়ুগ্রন্থী বেয়ে মাতাল করতো অলৌকিক শারাব। শ্যামল প্রজাপতি, শেষকাষ্ঠ জ্বালানো মায়াবী ঘাতক; তরল আগুন লুকোতেই কি অভিনয়ে হেসেছিলে লাজুক? ১২ আগস্ট ২০০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।