আমাদের কথা খুঁজে নিন

   

গোপনে নারীদের ছবি তোলা বৈধ!




যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে বসবাসকারী নারীদের জন্য সতর্কবাণী, আপনি যদি হাঁটুর ওপর স্কার্ট পরেন, তাহলে এখনই সতর্ক হয়ে যান। আড়ালে-আবডালে কোনো আলোকচিত্রী যদি নিচু হয়ে আপনার ছবি তোলেন, তবে আপনি পুলিশে অভিযোগ করতে পারবেন না।

কেননা ম্যাসাচুসেটসের হাইকোর্ট গত বুধবার এ মর্মে রুল জারি করেছেন, এভাবে ছবি তোলাটা অঙ্গরাজ্যের আইন অনুযায়ী অবৈধ নয়।

হাইকোর্টের এই রায় অনেককে বিস্মিত করেছে। কেননা, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে গোপনে স্বল্প কিংবা পোশাকহীন মানুষের ছবি তোলা ঠেকানো বিষয়ে আইন রয়েছে। তবে গত বুধবারের দেওয়া রায়ে হাইকোর্ট বলেছেন, পোশাক পরা মানুষের ছবি লুকিয়ে তুললে আলোকচিত্রীর বিরুদ্ধে এ আইন প্রযোজ্য হবে না।

পিটিআইয়ের খবরে বলা হয়, গোপনে এক স্বল্পবসনা নারীর ছবি তোলার অভিযোগে ম্যাসাচুসেটসের হাইকোর্টে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা চলছিল। এ রুল জারির মধ্য দিয়ে আদালত তাঁকে দায়মুক্তি দেন।

সূত্র

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।