আমাদের কথা খুঁজে নিন

   

একাকীত্ব

সর্বেং সত্ত্বা সুখীতা হন্ত

একা থাকব বলে এসেছি
এই তীর ভাঙা তটিনীতে
শুনেছি কেউ থাকে না এখানে
কেউ শুধায় না দুটি কথা
কিন্তু একি! কুলু কুলু শব্দে
প্রশ্নবোধক চিহ্ন ভাসে।

চলে এলাম নির্জন প্রান্তরে
শুণ্য ছাড়া কিছু নেই এখানে
সহসা তাকাই শুণ্য পানে
চোখে সপ্তর্ষিমন্ডল ভাসে।

অবশেষে উপনীত হলাম অরন্যে
এখানেও দেখি বৃক্ষেরা চায়
আকাশ পানে

ভগ্নরথে ফিরে আসি জণাকীর্ণ নগরে
ঘুরে ফিরে সেই রাস্তা ব্যস্ত শহরে
মিশে গেলাম হাজারো জনতার মিছিলে
কেউ শুধাল না, '' সারাদিন কোথায় ছিলে?''

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।