আমাদের কথা খুঁজে নিন

   

একাকীত্ব

শিউলী ফুটা সকাল বেলা,
যখন শিশির , ভেজা ঘাসের বুকে
তাঁর আলতো পরশ ছুয়ায়,
আমার ঘুম ভাঙ্গে তখন।
এক বিষাদ আর্তনাদে 'আমি আছি'
এই বলে কষ্টেরা চিৎকার করে জানায়।

সোনাঝরা রোদগুলো যখন জানালার ফাঁকে
উঁকি মেরে আমায় ছুতে চায়,
একাকীত্বের করুন যন্ত্রনাগুলো তখন আমার,
অতি আপন, কাছের কেউ হয়ে উঠে
অভিমানের চাদরে জড়ায়।

আচ্ছা!কেন এমন হয়?
ক্লান্ত দুপুরে ,পাতা ঝরা পরন্ত বিকেলে
অথবা ঘুম জড়ানো নিঝুম কোনো রাতে,
কোয়াশার আবরণে প্রকৃতি লক্ষী মেয়ে হয়ে ঘুমায়
একমাত্র আমি-ই শুধু ছটছট করে বেড়াই
চোখে ঘুম, তবুও পারি ন আ এতটুকু ঘুমাতে।

প্রতিদিন, প্রতিক্ষন বিষাদে করুণ
নিজের মাঝেই নিজেকে হারাই
নিকোশ কালোর মাঝে আলো খুঁজি ,
বসে বসে আনমনে ভাবি,
এই তো তুমি এলে বুঝি!

চোখের পাতা বন্ধ করে
মনের আঙ্গিনায় খুজি তোমায়
ক্ষণে ক্ষণে ভেবে উঠি,
এই বুঝি হাতছানি দিয়ে ডাকলে আমায়!

কিন্তু কোথায়?
নিজেকে আবিষ্কার করি একাকীত্বের মায়ায়,
প্রেম যেনো অক্সিজেন এর দহন,
নিজে জ্বলে, আর আমাকেও জ্বালায়!

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।