আমাদের কথা খুঁজে নিন

   

রাজপথে শিবিরের স্লোগান,"দিয়েছি তো রক্ত, এবার খাব রক্ত!" আমাকে অকথ্য ভাষায় কেন গালিগালাজ করা হচ্ছে? সব ছাগুর মুখে লাত্থি মারি!!!

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। গত সোমবার শিবির নাকি রাস্তায় মিছিলে স্লোগান দিয়েছে -- "দিয়েছি তো রক্ত, এবার খাব রক্ত!" তো এই বিষয়ে আপনারা কি বলেন ? ওরা তো রক্ত ঝরিয়েছে একাত্তুরে, তাও নাকি ওরাই "দিয়েছে তো রক্ত?" তাহলে আমাদের এক সাগরের বিনিময়ে পাওয়া রক্তের মূল্য কই গেল? আমাদের বাপ-দাদাদের রক্তে অর্জিত স্বাধীনতার কোনো মূল্য নাই? সেটি রক্ষা করতে আমরা তাদেরকে প্রতিহত করতে পারবনা? বড় দুর্ভাগ্য আমার, বড় কষ্ট পেলাম, আমার ব্লগে ঢুকে শিবিরের সমর্থকরা যাচ্ছেতাই গালি গালিগালাজ করছে!! আমার বাবা কি এইজন্যে দেশ স্বাধীন করে গেছিলেন? তার সন্তানকে যাতে পাকিস্তান প্রেমীরা অকথ্য ভাষায় গালি গালাজ করে? আমার বাবা সরকার থেকে একটি কাগজ ছাড়া আর কিছু পায়নি, চায়ও নি কখনো, তবে এই কি তার আত্নত্যাগের প্রতিদান? বিবেকবান ব্লগারদের কাছে আমার প্রশ্ন, আমাকে কেন গালি খেতে হবে? আমি কি অন্যায় করেছি? দেশের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে কথা বলে কি সংবিধানের কোনো নিয়ম লঙ্ঘন করেছি? সামুর কোনো নীতি লঙ্ঘন করেছি? তাহলে কেন আমাকে এভাবে গাল শুনতে হবে? ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- গালিবাজ ও গলাবাজ দুই নতুন(আমার ব্লগে) ছাগু নিক: দ্য গডফাদার ও উমাইর চৌধুরী What is a ছাগু? ইহা ছাগলের বিশেষ এক প্রজাতি, আজীবন যে পিতৃপরিচয় ও জন্মভূমি নিয়ে কনফিউজড! ম্যাতকারে পাকিস্তান, স্বপ্নে আফগান, সোনার বাংলার সে এক অপমান! ছাগু! এরকম আরো হাজার বিষবৃক্ষে সামুর পরিবেশ মহাদুষিত! যেকোনো মূল্যে এদের প্রতিহত করুন! ছাগুমুক্ত সামু চাই! "জামায়াত শিবির নিপাত যাক, সোনার বাংলা মুক্তি পাক!!" ___________________________________________________


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।